সর-ই-লস্কর

সর-ই-লস্কর বাংলার সুলতানি আমলে সামরিক বিভাগের একটি পদ। বাংলার সুলতানদের শিলালিপিতে সামরিক কর্মকর্তাদের জন্য তিনটি পদের প্রয়োগ দেখা যায়। এগুলি হলো সর-ই-লস্কর, সর-ই-খইল এবং জঙ্গদার। জঙ্গদার বলতে সম্ভবত সাধারণ সেনাদের বোঝাত। তারা ছিল এক অস্ত্রধারী এবং তারা যুদ্ধে অংশ গ্রহণ করত। সর-ই-খইল ছিলেন সেনাপতি। তাঁর অধীনে ১০ জন অশ্বারোহী সেনা থাকত। সর-ই-লস্কর, সর-ই-খইল-এর চেয়ে উঁচু পদমর্যাদার সেনাপতি ছিলেন। কিন্তু সেনাবাহিনীতে তাঁর অবস্থান কোথায় তা শিলালিপি থেকে নিশ্চিতভাবে নিরূপণ করা যায় না। [আবদুল করিম]