সরকার, যোগীন্দ্রনাথ

সরকার, যোগীন্দ্রনাথ (১৮৬৬-১৯৩৭)  শিশুসাহিত্যিক। ১২৭৩ বঙ্গাব্দের (১৮৬৬) ১২ কার্তিক পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার ন্যাতড়ায় তাঁর জন্ম। তাঁদের আদি নিবাস ছিল যশোরে। প্রখ্যাত ডাক্তার স্যার  নীলরতন সরকার ছিলেন তাঁর সহোদর।

যোগীন্দ্রনাথ দেওঘর স্কুল থেকে এন্ট্রান্স পাস করে কলকাতা সিটি কলেজে কিছুদিন অধ্যয়ন করেন, কিন্তু শিক্ষা অসমাপ্ত রেখে সিটি কলেজিয়েট স্কুলে শিক্ষকতা শুরু করেন। পেশার কারণেই তিনি শিশুসাহিত্যের প্রতি আকৃষ্ট হন এবং সখা, সখী, মুকুল, বালকবন্ধু, বালক, সন্দেশ প্রভৃতি পত্রিকায় শিশুতোষ ছড়া প্রকাশ করেন। তাছাড়া তিনি মুকুল  পত্রিকা সম্পাদনা করেন।

বাংলা ভাষায় ছবির মাধ্যমে অক্ষর পরিচয় দানের উদ্দেশ্যে ছড়া ও শিশুসাহিত্য রচনার পথিকৃৎ ছিলেন যোগীন্দ্রনাথ। শিশু মনোরঞ্জনের জন্য আজগুবি ছড়া ও প্রাসঙ্গিক ছবি তাঁর অসাধারণ সৃষ্টি। তাঁর খুকুমণির ছড়া (১৮৯৯) সর্বাধিক প্রসিদ্ধ লৌকিক ছড়া-সংকলন; তবে হাসিখুশি (১৮৯৭) গ্রন্থখানিই তাঁকে শিশুসাহিত্যে অমর করে রেখেছে। বিলেতি উদ্ভট ছন্দ অনুসরণে সচিত্র হাসিরাশি (১৮৯৯) ছড়াগ্রন্থটিও পাঠকের দৃষ্টি আকর্ষণ করে।

যোগীন্দ্রনাথ রচিত ও সঙ্কলিত ত্রিশখানা শিশুতোষ গ্রন্থের মধ্যে ছড়া ও ছবি (১৮৯২), রাঙাছবি (১৮৯৬), পশু-পক্ষী (১৯১১), বনে-জঙ্গলে (১৯২৯), গল্পসঞ্চয়, শিশু চয়নিকা, হিজিবিজি প্রভৃতি উলে­খযোগ্য। এছাড়াও তিনি শিশুদের উপযোগী একুশখানি পৌরাণিক গ্রন্থ এবং জ্ঞানমুকুল (১৮৯০), চারুপাঠ, শিক্ষাসঞ্চয় প্রভৃতি তেরো-চৌদ্দখানি স্কুলপাঠ্য গ্রন্থ রচনা করেন। তিনি কলকাতায় ‘সিটি বুক সোসাইটি’ (১৮৯৬) নামে একটি প্রকাশনা সংস্থাও গড়ে তোলেন। ১৩৪৪ বঙ্গাব্দের (১৯৩৭) ১২ আষাঢ় তাঁর মৃত্যু হয়।  [সুশান্ত সরকার]