শেখ চাঁদ

শেখ চাঁদ (আনু. ১৬৫০-১৭২৫)  মধ্যযুগীয় বাংলা সাহিত্যের কবি। তিনি কুমিল্লার অধিবাসী ছিলেন। তাঁর কাব্যসমূহের শতাধিক অনুলিপি কুমিল্লা ও তৎসংলগ্ন অঞ্চল থেকে আবিষ্কৃত হয়েছে। লালমাই রেল স্টেশনের প্রায় আট মাইল দক্ষিণ-পশ্চিমে বাকসারে কবির সমাধি আছে। তাঁর পিতার নাম ফাতে মুহম্মদ, ওস্তাদের নাম নওয়াব আলী এবং পীরের নাম শাহ দৌলাহ।

শেখ চাঁদ মোট তিনটি কাব্য রচনা করেন: তালিবনামা, হরগৌরী সম্বাদ ও  রসুলবিজয়। প্রথম দুটি যোগ ও সুফিতত্ত্ব সংক্রান্ত। রসুলবিজয়  হযরত মুহাম্মাদ (স.) -এর জীবনকেন্দ্রিক একখানা বিশাল কাব্যগ্রন্থ। এটি  ফারসি কাসাসোল আম্বিয়া অনুসরণে রচিত হলেও এর মধ্যে কবির নিজস্ব সংযোজনও রয়েছে। রসুলচরিতকে কবি অনেক ক্ষেত্রে বাঙালি সমাজের নিরিখে বিবেচনা করেছেন। কাব্যের ভাষা সহজ ও সাবলীল। সংলাপ রচনায় কথ্যভঙ্গির প্রয়োগ আছে। কবিত্ব ও পান্ডিত্যের মিশ্রণে কাব্যটি আস্বাদনযোগ্য হয়েছে।  [খন্দকার মুজাম্মিল হক]