শিলং মালভূমি

শিলং মালভূমি  ভারতীয় উপদ্বীপের শিল্ড অঞ্চলের একটি অংশ, যা মূল শিল্ড অঞ্চল থেকে গঙ্গা-ব্রহ্মপুত্র নদীবাহিত পলি দ্বারা বিচ্ছিন্ন। ভূতাত্ত্বিকভাবে এটি গারো, খাসিয়া ও জৈনন্তিয়া পাহাড়শ্রেণীকেও অন্তর্ভুক্ত করে। নিকটবর্তী হিমালয়ী স্তরক্রমের শিলাসমূহের পরিবর্তে দূরবর্তী পশ্চিমবঙ্গ ও বিহারের নিস এবং অন্যান্য রূপান্তরিত শিলাসমূহের সঙ্গে শিলং মালভূমির শিলাসমূহের বেশি মিল রয়েছে। এই মালভূমিটি মূলত তীক্ষ্ণ ভাঁজযুক্ত ও খুব খাড়া প্রিক্যামব্রীয় শিলা এবং তৎসঙ্গে ওলটানো (overturn) মেসোজোয়িক ও টারশিয়ারি শিলা দ্বারা গঠিত। মালভূমিটি একটি কীলকাকার (সূচিমুখ ও ক্রমশ স্থূলাকার) ও ভূমিকম্প প্রবণ অঞ্চল এবং এটি উত্তরে উত্থিত হিমালয়ী পে­ট এবং দক্ষিণে উত্থিত বার্মিস পে­টের মাঝখানে আটকে গিয়েছে। শিলং মালভূমির সাধারণ উচ্চতা ১,৫০০ মিটার। শিলং শহরের পশ্চিম ও পূর্ব দিকে মালভূমিটির বৈশিষ্ট্যসমূহ সবচেয়ে প্রকট। এ অঞ্চলে লক্ষ্য করার মতো প্রাকৃতিক বৈশিষ্ট্যসমূহের মধ্যে অসম্ভব অবক্র এমনকি কোন কোন সময় কয়েক কিলোমিটার দৈর্ঘ্যবিশিষ্ট গিরিসঙ্কটের অবস্থান। এই বৈশিষ্ট্যটি চ্যুতির কারণে ঘটতে পারে কিংবা আনুভূমিক ক্রিটেসিয়াস স্তরের কারণেও ঘটতে পারে। [ইউনুস আকন]