শারিগোয়াইন নদী

শারিগোয়াইন নদী  ভারতের মেঘালয় পার্বত্য এলাকা থেকে উদ্ভূত হয়ে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার উত্তরাংশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এরপর সিলেট জেলার দক্ষিণ-পশ্চিম দিকে জৈন্তাপুর, গোয়াইনঘাট, সিলেট সদর ও ছাতক উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ছাতক বাজারের কাছে সুরমা নদীতে পড়েছে। শারিগোয়াইন গোয়াইনঘাট উপজেলার কাছে গোয়াইন নদী থেকে পানি প্রবাহ লাভ করে। শারিগোয়াইন একটি খরস্রোতা পাহাড়ি নদী, বর্ষা মৌসুমে এ নদী বিপুল পরিমাণ পলি বহন করে আনে। নদীটির গড় প্রশস্থতা প্রায় ১০০ মিটার। সিলেট, ছাতক প্রভৃতি নদীটির তীরবর্তী প্রসিদ্ধ স্থান। এই নদীর তীরে ছাতকের সিমেন্ট কারখানা অবস্থিত। শারিগোয়াইন উজান এলাকা থেকে প্রচুর পরিমাণে পাথর এবং মোটা বালি বহন করে নিয়ে আসে। জাফলং নামক স্থানে প্রতিদিন শত শত শ্রমিক এই পাথর ও মোটা বালি সংগ্রহ করে। আঞ্চলিক ভাষায় এদের ‘বার্কি’ বলা হয়। জাফলং এলাকার বার্কিদের জীবিকা সম্পূর্ণভাবে এই নদীর ওপর নির্ভরশীল।  [মাসুদ হাসান চৌধুরী]