শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ

শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ বগুড়া শহরে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত। পাঁচ বছর অধ্যয়ন শেষে এখান থেকে এম.বি.বি.এস (MBBS) ডিগ্রি প্রদান করা হয়। ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সব শিক্ষার্থীকেই আরও এক বছর ইন্টার্নী হিসেবে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। এ মেডিক্যাল কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং এখান থেকে প্রাপ্ত ডিগ্রি বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল (Bangladesh Medical and Dental Council) কর্তৃক অনুমোদিত।

অধ্যক্ষ এ প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান। শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের সঙ্গে সংযুক্ত রয়েছে ২৫০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল। এখানে বহির্বিভাগীয় ও অভ্যন্তরীণ সেবা প্রদানের সুযোগ-সুবিধাদি রয়েছে। বছরে প্রায় ২০,০০০ রোগী এ হাসপাতাল থেকে চিকিৎসা সেবা পেয়ে থাকে। প্রতি বছর প্রায় ১৫০ জন ছাত্রছাত্রী এ কলেজে এম.বি.বি.এস কোর্সে ভর্তি হয়।  [মো: শাহজাহান আলি]