রক্ত

রক্ত হচ্ছে মানুষ এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলীয় পদার্থ। এটি জীবনের জন্য অত্যাবশ্যক। রক্ত সমগ্র শরীরে সংবহন বা চলাচল করে এবং শরীরের সকল কোষে পুষ্টি ও অক্সিজেন পৌঁছে দেয় এবং পরিপাক প্রক্রিয়ার বর্জ্য পদার্থ অপসারণ করে। রক্ত এমন একটি জলীয় মিশ্রণ যার মধ্যে রয়েছে বিভিন্ন কোষ এবং ছোট-বড় নানাবিধ অণু- প্রোটিন, হরমোন, ভিটামিন, খনিজ পদার্থ, অ্যামিনো এসিড, গ্লুকোজ ইত্যাদিসহ পুষ্টি গুণাগুণ সম্পন্ন আরও বহু কিছু। হৃদস্পন্দনের কারণে রক্তবাহী নালীর (শিরা ও ধমনী) মাধ্যমে সমগ্র শরীরে রক্ত চলাচল করে। ফুসফুস রয়েছে এমন কিছু মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে শ্বাস নেওয়া বাতাসের অক্সিজেন ধমনীর রক্তের সাহায্যে শরীরের সকল কোষকলায় বাহিত হয়, এবং শিরার রক্ত কার্বন-ডাই-অক্সাইড বহন করে, যা কোষের অভ্যন্তরে পরিপাক প্রক্রিয়ার ফলে উৎপন্ন বর্জ্য পদার্থ, কোষকলা থেকে ফুসফুসে পরিবহন করে এবং প্রশ্বাসের মাধ্যমে শরীর থেকে নির্গত করে। ধমনীর রক্ত অক্সিজেন মিশ্রিত বিধায় টকটকে লাল বর্ণের, আর শিরার রক্ত অক্সিজেনবিহীন (বিযুক্ত) এবং কালচে লাল।

রক্তের জলীয় অংশকে রক্ত রস বা প্লাজমা বলে যা রক্তের মোট আয়তনের শতকরা প্রায় ৫৫ ভাগ, এবং প্রায় ৪৫ ভাগ হলো রক্তের কোষ। প্লাজমার মূল প্রোটিন হলো এলবুমিন, এবং এটি রক্তের কোলয়েডাল অসমোটিক চাপ নিয়ন্ত্রণ করে যা জলীয় অংশকে রক্ত প্রবাহের মধ্যে ধরে রাখতে সাহায্য করে যেন তা বের হয়ে অন্য টিস্যুতে না ঢোকে। রক্তের কোষগুলি হলো মূলত লোহিত কণিকা বা লাল রক্ত কোষ, শ্বেতকণিকা বা শ্বেতরক্তকোষ, এবং অণুচক্রিকা (থ্রম্বোসাইটও বলে)। মেরুদণ্ডী প্রাণীর রক্তে যে কোষ সর্বাধিক পরিমাণে রয়েছে তা হলো লোহিত কণিকা যার মধ্যে রয়েছে হিমোগ্লোবিন, যা একটি লৌহ-সংযুক্ত প্রোটিন, এটি বিপরীতভাবে যুক্ত ও বিযুক্ত হবার মাধ্যমে অক্সিজেন পরিবহনে সহায়তা করে এবং রক্তে অক্সিজেনের দ্রবণীয়তা ব্যাপকভাবে বাড়িয়ে দেয়। কিছু প্রাণী, যেমন কঠিন আবরণ যুক্ত কাঁকড়া এবং শামুক, অক্সিজেন পরিবহনের কাজে হিমোগ্লোবিনের পরিবর্তে হিমোসায়ানিন নামক অপর একটি প্রোটিন ব্যবহার করে। শ্বেতকণিকাগুলি শরীরে রোগ জীবাণু, পরজীবী এবং বহিরাগত বা অন্যের কোষকলার অনুপ্রবেশ প্রতিহত করতে সহায়তা করে। অণুচক্রিকা রক্তজমাট বাঁধার জন্য গুরুত্বপূর্ণ।

রক্তের কোনো বিকল্প নেই। শুধুমাত্র স্বেচ্ছায় রক্তদানকারী ব্যক্তিই একজন মুমূর্ষ রোগীর প্রয়োজনে রক্ত দান করে জীবন রক্ষা করতে পারে। [লায়লা নূর ইসলাম]

আরও দেখুন রক্তচাপ, রক্ত থিনার