যশোরী, আবুল হাসান

যশোরী, আবুল হাসান (১৯১৮-১৯৯৩)  মুহাদ্দিস, বাগ্মী, রাজনীতিক ও ইসলামী চিন্তাবিদ। ১৯১৮ সালে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ড উপজেলার ভবানীপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম জনাব আলী বিশ্বাস। গ্রামের স্কুলে প্রাথমিক শিক্ষা লাভের পর মাগুরা হাই স্কুল হতে তিনি ম্যাট্রিক পাস করেন। এরপর তিনি মাগুরা কলেজে ভর্তি হন। ধর্মীয় বিষয়ে উচ্চ শিক্ষা লাভের উদ্দেশ্যে তিনি ১৯৩৭ সালে দিল্লির ফতেহপুর মাদ্রাসায় ভর্তি হন। এরপর দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় শাইখুল ইসলাম সৈয়দ হোসাইন আহমদ মাদানি, আল্লামা ইবরাহিম বলিয়াবী, শাইখুল আদব ইজায আলী, মুফতী শফী প্রমুখের নিকট ইসলামের বিভিন্ন শাস্ত্রে তিনি উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। সৈয়দ হোসাইন আহমদ মাদানি ও মুফতী আযীযুল হক-এর নিকট তিনি আধ্যাত্মিক বিদ্যার দীক্ষা নেন। তিনি হাদীস শাস্ত্রে বিশেষ বুৎপত্তি লাভ করেন। অধ্যয়ন শেষে ১৯৪৮ সালে ফরিদপুরের গওহরডাঙ্গা মাদ্রাসায় হাদিসের অধ্যাপক হিসেবে শিক্ষকতা শুরু করেন। ১৯৬৯ সালে তিনি যশোর রেল স্টেশন মাদ্রাসায় অধ্যক্ষের পদে যোগদান করেন। আমৃত্যু তিনি এখানে শায়খুল হাদীস ও অধ্যক্ষের পদে দায়িত্ব পালন করেছেন।

রাজনীতিতে তিনি প্রথমদিকে মুসলিম লীগ এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীকালে ১৯৪৫ সালে কলকাতার মুহম্মদ আলী পার্কে মওলানা আবদুর রউফ দানাপুরীর সভাপতিত্বে ‘জামিয়াত-ই-উলামা-ই-ইসলাম’ প্রতিষ্ঠিত হলে মওলানা যশোরী এ সংগঠনে যোগ দেন। ১৯৬৭ সাল থেকে আমৃত্যু তিনি এ সংগঠনের সহ-সভাপতি ছিলেন। ইসলাম প্রচারে এবং শিরক্, বিদাত ও কুসংস্কার দূরীকরণে তাঁর বিশেষ অবদান রয়েছে। ১৯৯৩ সালের ৮ জুলাই তাঁর মৃত্যু হয়। যশোর রেল স্টেশন মাদ্রাসা প্রাঙ্গণে তাঁকে সমাহিত করা হয়।  [মু. আফাজ উদ্দীন]