মিয়া, এম.এ ওয়াজেদ

এম.এ ওয়াজেদ মিয়া

মিয়া, এম.এ ওয়াজেদ (১৯৪২-২০০৯)  পরমাণু বিজ্ঞানী। রংপুর জেলায় পীরগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামে ১৯৪২ সালে  জন্ম। পিতা আবদুল কাদের মিয়া এবং মাতা ময়জুন নেছা বিবি। তিনি সমধিক পরিচিত ছিলেন সুধা মিয়া নামে।

ওয়াজেদ মিয়া নিজ গ্রামে প্রাথমিক শিক্ষালাভ করেন। তিনি ১৯৫৬ সালে রংপুর জিলা স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৫৮ সালে রাজশাহী সরকারী কলেজ থেকে আই.এসসি পাস করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং ১৯৬১ সালে স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান এবং ১৯৬২ সালে প্রথম শ্রেণীতে প্রথম স্থানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এম. এ ওয়াজেদ মিয়া ১৯৬৩-৬৪ শিক্ষাবছরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে ‘ডিপ্লোমা অব ইম্পেরিয়াল কলেজ কোর্স’ এবং ১৯৬৭ সালে ইংল্যান্ডের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৭৫ সালে তিনি পশ্চিম জার্মানীতে পরমাণু শক্তি বিজ্ঞানে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ১৯৬৮ সালে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

ড. ওয়াজেদ মিয়া ১৯৬১ সালে ছাত্রলীগে যোগ দেন। ১৯৬১-৬২ সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল ছাত্র-সংসদের ভিপি নির্বাচিত হন। ১৯৬২ সালে তিনি আইয়ুব বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে গ্রেফতার হন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন ছাত্র রাজনীতির সাথে জড়িত থাকলেও পরে কখনোই রাজনীতিতে সম্পৃক্ত থাকেন নি। তিনি ১৯৭২-৭৩ সালে আণুবিক শক্তি বিজ্ঞানী সংঘের সাধারণ সম্পাদক এবং ১৯৮৩-৮৫ সালে সভাপতি ছিলেন। তিনি ১৯৮৫-৮৮ সালে বাংলাদেশ পদার্থবিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক এবং ১৯৯৭ সালে দু’বছর মেয়াদের জন্য সভাপতি এবং ১৯৯৪-৯৬ সালে দু’মেয়াদে বিজ্ঞান উন্নয়ন সমিতির সভাপতি ছিলেন।

ড. ওয়াজেদ মিয়া ১৯৬৩ সালের ১ এপ্রিল পাকিস্তান পরমাণু শক্তি কমিশনে যোগ দেন। ১৯৬৯ সালে তিনি ইটালিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের সাথে যুক্ত ছিলেন। ১৯৭৫-৮২ সালে তিনি ভারতের আনুবিক শক্তি কমিশনের দিল্লির ল্যাবরেটরিতে গবেষণায় নিয়োজিত ছিলেন। দেশে ফিরে তিনি পুনরায় পরমাণু শক্তি কমিশনে যোগ দেন এবং ১৯৯৯ সালে এর চেয়ারম্যান হিসেবে অবসর নেন। তাঁর গবেষণামূলক ও বিজ্ঞান বিষয়ক বহু প্রবন্ধ দেশি-বিদেশী সংবাদপত্র ও সাময়িকীতে প্রকাশিত হয়েছে। তাঁর উল্লেখযোগ্য প্রকাশনা Fundamentals of Electromagnetics (1982), Fundamentals of Thermodynamics (1988), বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ, বাংলাদেশের  রাজনীতি ও সরকারের চালচিত্র। বিজ্ঞানে অবদানের জন্য বিক্রমপুর স্যার জগদীশচন্দ্র বসু সোসাইটি তাঁকে ‘স্যার জগদীশচন্দ্র বসু স্বর্ণপদক-৯৭’ প্রদান করে।

২০০৯ সালের ৯ মে ঢাকায় তাঁর মৃত্যু হয়।  [সানজিদা মূর্শেদ]