মাস্কড ফিনফুট

মাস্কড ফিনফুট

মাস্কড ফিনফুট (Masked Finfoot)  স্বাদুপানির ডুবুরি পাখিসদৃশ, লালচে-হলুদ রঙের গরান বনাঞ্চলের পাখি, Heliopais personata। Gruiformes বর্গের Heliornithidae গোত্রভুক্ত এ পাখি বর্তমানে বিলুপ্তপ্রায়।

এর মুখমন্ডল যেনো কালো রঙের মুখোশ পরা এবং গলা সরু সাদা রঙের রেখায় ঘেরা। ঠোঁট ডুবুরি পাখির চঞ্চুর মতো, হলুদ রঙের। স্ত্রী পাখিতে থুতনি থাকে এবং এর গলার মধ্যাঞ্চল ও পুরঃস্কন্ধ সাদা। কালো মাথা অপেক্ষাকৃত সরু। আকারে গৃহপালিত হাঁস-সদৃশ; দৈর্ঘ্যে প্রায় ৫৬ সেমি।

এরা গোধূলিতে বিচরণকারী ও লাজুক; নিঃসঙ্গচারী বা জোড়ায় থাকে। পানিতে থাকাকালে কেবল মাথা, ঘাড় ও পিঠের কিছু অংশ দেখা যায়। বিপদ টের পেলে পানির কাছের ঝোপে আশ্রয় নেয়। এরা সাঁতার কাটতে ও ডুব দিতে অভ্যস্ত।

এদের মাংসল লিপ্তপদ স্থির বসে থাকায়ও সাহায্য করে। বেশ উড্ডয়নক্ষম, তবে সচরাচর নিচ দিয়ে ওড়ে। শামুক, কাঁকড়া, কীটপতঙ্গ, ছোট মাছ ও শাকসবজি খায়। পানির উপরে বসাকালে হাঁসের মতো খরখরে গলায় উঁচু স্বরে ডাকে। প্রজনন ঋতু জুলাই-আগস্ট। গাছের ১-৩ মিটার উঁচুতে খাড়া শাখায় গোলাকৃতির প্যাডের মতো বাসা বানায়। হালকা হলুদ রঙের ডিম সাধারণত ৫-৬টি। সুন্দরবনের নদী ও খাঁড়িতে এদের দেখা যায়। এ পাখি ভারত, মায়ানমার, থাইল্যান্ড ও মালয়েশিয়াতেও বিস্তৃত। [মো. আনোয়ারুল ইসলাম]