মতুয়া সঙ্গীত

মতুয়া সঙ্গীত মতুয়া সম্প্রদায়ের আধ্যাত্মিক গান। ধর্মতত্ত্ব ও সাধনা, গুরু-প্রশস্তি এবং মতাদর্শগত বিভিন্ন বিষয় নিয়ে ভক্তগণ মতুয়া সঙ্গীত রচনা করেন। রচয়িতাদের মধ্যে অশ্বিনী গোঁসাই,  তারকচন্দ্র সরকার, মনোহর সরকার, মহানন্দ সরকার, রসিক সরকার, প্রফুল্ল গোঁসাই, সুরেন্দ্রনাথ সরকার, স্বরূপ সরকার প্রমুখ উল্লেখযোগ্য।

মতুয়া সঙ্গীতে প্রধানত হরিনামের মাহাত্ম্য প্রচারিত হয়; তবে  হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের প্রশংসাও কোনো কেvানা গানে দেখা যায়। বহুল প্রচলিত এরূপ কয়েকটি গান হলো: ‘হরি তোমার নামের মধু পান করল না মন-ভ্রমরা’, ‘কবে তাঁরে পাব রে, পরান কাঁদে হরিচাঁদ বলি’, ‘আমার এই আকিঞ্চন, হে গুরুচাঁদ তোমায় আমি ভালবাসি’ ইত্যাদি। বাউল গানের আঙ্গিকে রচিত এসব গানে প্রেম ও ভক্তিরসের প্রাধান্য আছে। প্রতিটি গানের শেষে ভণিতায় রচয়িতার নাম আছে। মতুয়া সঙ্গীতে সাধারণত ঢাক, শিঙ্গা, ঝাঁঝর প্রভৃতি  লোকবাদ্যযন্ত্র ব্যবহূত হয় এবং ভক্তরা নেচে নেচে এসব গান পরিবেশন করে।  [ওয়াকিল আহমদ]