মজুমদার, ইলা

ইলা মজুমদার

মজুমদার, ইলা (১৯৪১-২০১১)  শিক্ষক, ধ্রপদী সংগীতশিল্পী। তিনি ১৯৪১ সালে পাবনায় এক সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন।  তিনি সংগীতজ্ঞ বারীণ মজুমদারের স্ত্রী এবং এসময়ের পপ তারকা বাপ্পা মজুমদারের মা। ১৯৫৪ সাল থেকে তিনি বারীণ মজুমদারের নিকট সংগীত বিষয়ে তালিম নেন। পরে ১৯৬০ সালে তিনি বারীণ মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

১৯৬১ সালে তিনি দর্শন বিষয়ে এমএ পাস করেন এবং দীর্ঘ সময় এ বিষয়ের ওপর শিক্ষকতা করেন। ১৯৮১ সাল থেকে প্রায় ২২ বছর ঢাকার উইল্স লিটল ফ্লাওয়ার স্কুলে তিনি শিক্ষকতা করেন। তাছাড়া তিনি ১৫ বছর জাতীয় সংগীত মহাবিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক ছিলেন।

গান ও শিক্ষকতার পাশাপাশি তিনি লেখালেখির কাজ করেছেন। বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর বেশকিছু লেখা প্রকাশিত হয়েছে। তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য: স্মৃতিতে শ্রুতিতে বারীণ মজুমদার, দিনগুলি মোর, সংগীতের তত্ত্বকথা। বারীণ মজুমদার কর্তৃক ‘মণিহার সঙ্গীত একাডেমী’ প্রতিষ্ঠায় তিনি প্রধান প্রেরণা হিসেবে কাজ করেছেন।

ধ্রপদী সংগীতশিল্পী ইলা মজুমদার মৃত্যুর পূর্ব পর্যন্ত সংগীত চর্চা অব্যাহত রেখেছেন। সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাঁকে বাংলাদেশ শিল্পকলা একাডেমী থেকে গুনীজন সম্মাননা প্রদান করা হয়। তাছাড়া ১৯৫৮ সালে তিনি স্বর্ণপদকে ভূষিত হন। ২০১১ সালের ৩ মে ঢাকায় তাঁর মৃত্যু হয়। [শামীমা আক্তার]