মই দেওয়া

জমিতে মই দেওয়া

মই দেওয়া (Harrowing)  শস্য জন্মানোর জন্য মাটিতে দ্বিতীয় পর্যায়ের পরিচর্যা। ভূমিকর্ষণ বীজতলা প্রস্ত্ততকরণে মাটিকে গুঁড়া, মসৃণ ও দৃঢ় করে, আগাছা নিয়ন্ত্রণ করে বা জমির পৃষ্ঠে ছড়ানো বস্ত্তকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়।

বাংলাদেশের কৃষকরা শস্য উৎপাদনের লক্ষ্যে জমি প্রস্ত্তত করতে স্থানীয়ভাবে পাওয়া যায় এমন যন্ত্রপাতি, যেমন কোদাল, গরু বা মহিষে টানা বাঁশের মই ইত্যাদি ব্যবহার করে। [মোঃ মিজানুর রহমান ভূঁইয়া]