বাইদ

বাইদ (Baid) চালা হিসেবে পরিচিত অপেক্ষাকৃত উঁচু ভূ-প্রকৃতির শৈলশিরার মধ্যস্থ নিচু ও সংকীর্ণ উপত্যকা। ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং জামালপুর-এর লালমাটিযুক্ত এলাকায় (অর্থাৎ মধুপুর অঞ্চলে) এ ধরনের ভূ-সংস্থান দেখতে পাওয়া যায়। ধারণা করা হয় যে, প্লাইসটোসিন যুগে (আনুমানিক ১-২০ লক্ষ বৎসর পূর্বে) এই এলাকাগুলো যখন মোহনা পরিবেশের (estuarine environment) অন্তর্ভুক্ত ছিল, তখনকার জোয়ারভাটা প্রভাবিত জলখাত প্রণালীর মৃত অংশই হলো এইসব উপত্যকা। কালচক্রে সমুদ্রভাগ দক্ষিণ দিকে পিছিয়ে যায় এবং বাইদ অঞ্চলগুলো উঁচু হয়ে ওঠার ফলে এ এলাকার জলপ্রণালিগুলো মূল উৎস থেকে বিচ্ছিন্ন এবং জলশূন্য হয়ে পড়ে। অধিকাংশ ক্ষেত্রেই বর্ষা মৌসুমে বাইদগুলো আশেপাশের এলাকা থেকে জল সরবরাহ পাওয়ার ফলে মূল জলধারার সঙ্গে সংযোগ লাভ করে।  এ সময়ে বাইদ স্থানীয় জলনিকাশ প্রণালী হিসেবে কাজ করে এবং সেই সঙ্গে চালাগুলো থেকে ক্ষয়ে যাওয়া মাটির সঞ্চয়ন-আধারে পরিণত হয়। শুষ্ক মৌসুমে এখানে মূলত বোরো ধানের চাষ হয়। অধিকাংশ ক্ষেত্রেই বাইদ-এর মৃত্তিকা কর্দমাক্ত পলি থেকে কর্দম জাতীয় এবং জৈব উপাদানে সমৃদ্ধ।  [মোহা. শামসুল আলম]

আরও দেখুন চালা