নিষিক্তকরণ

নিষিক্তকরণ (Fertilization) একটি জৈবিক প্রক্রিয়া যাতে হ্যাপ্লয়েড গ্যামেটদ্বয়ের মিলনের মধ্য দিয়ে জাইগোট উৎপন্ন হয় এবং এর মাধ্যমে একটি প্রজাতির নতুন জীব উৎপাদনের সূত্রপাত ঘটে। শুক্রাশয় ও ডিম্বাশয়-এর জনন কোষ থেকে স্পার্মাটোজেনেসিস এবং ওজেনেসিস প্রক্রিয়ায় যথাক্রমে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট তৈরি হয়। বয়ঃসন্ধি শুরু হওয়ার পর পুং হরমোন টেস্টোস্টেরন এর প্রভাবে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া শুরু হয় এবং তা থেকে অবিরামভাবে শত শত মিলিয়ন শুক্রাণু উৎপন্ন হয়। অন্যদিকে, প্রতি পুনরুৎপাদন চক্রে একটি মাত্র ডিম্বাণু উৎপন্ন হয়। বিভিন্ন গবাদিপশুতে পুনরুৎপাদন চক্রকাল হলো ১৮-২৪ দিন (গড়ে ২১ দিন)। উল্লেখ্য যে, একাধিক বাচ্চা উৎপাদনকারী প্রাণী যেমন: ছাগল, ভেড়া, কুকুর, শুকর ও বিড়াল প্রতি পুনরুৎপাদন চক্রে একাধিক ডিম্বাণু উৎপন্ন করে। শুক্রাণুকে স্ত্রী প্রজনন অঙ্গের ভিতরে প্রয়োজনীয় পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয় ডিম্বানুর সাথে যুক্ত হবার এবং ভিতরে প্রবেশ করার সক্ষমতা অর্জনের জন্য। নিষিক্তকরণ প্রক্রিয়ায় স্ত্রী এবং পুং গ্যামেটের ঝিল্লী একীভূতকরণ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা যা এক কোষ থেকে অন্য কোষে কৌলিক বস্তু স্থানান্তরের জন্য পথ সুগম করে। শত মিলিয়ন শুক্রাণু এই যাত্রায় অংশগ্রহণ করে যারা স্ত্রী প্রজনন তন্ত্রের যোনী থেকে (বীর্য জমাকরণের স্থান) সামনের দিকে অগ্রসর হয়ে নিষিক্তকরণ স্থানে যায়। অবশেষে মাত্র কয়েকশত শুক্রাণু (৫০০-৮০০) লক্ষ্যস্থল ডিম্বনালীতে পৌঁছাতে সক্ষম হয় এবং একটিমাত্র শুক্রাণু নিষেক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। নিষিক্তকরণ সম্পন্ন হয় ডিম্বনালীর এম্পুলা ও ইস্থমাস-এর সংযোগস্থলে। নিষিক্তকরণের পর জাইগোটকে বিস্তর কোষ বিভাজনের মধ্য দিয়ে যেতে হয় যার ফলে কোষের পৃথকীকরণ এবং ভ্রæণের ক্রমবিকাশ ঘটে। [মোহাম্মদ সামছুল আলম ভূঞা]