নয়নতারা

নয়নতারা (Periwinkle)  একটি ভেষজ উদ্ভিদ, Catharanthus roseus। নয়নতারা বীরুৎ জাতীয় উপগুল্ম, উচ্চতায় ৪০-৮০ সেমি, মূলের কাছের কান্ড ক্রমে শক্ত হয়ে ওঠে। পাতা বিপরীতমুখী সজ্জিত, সবৃন্তক উপবৃত্তাকার। সম্ভবত মাদাগাস্কারের স্থানীয় উদ্ভিদ, কিন্তু বর্তমানে বাংলাদেশসহ সারা পৃথিবীর উষ্ণমন্ডলীয় দেশগুলিতে ব্যাপকভাবে ছড়িয়ে আছে এবং আলংকারিক উদ্ভিদ হিসেবে এর চাষ হচ্ছে।

নয়নতারা

নয়নতারা বহুমূত্র রোগের (diabates) চিকিৎসায় দেশিয় ঔষধ হিসেবে ব্যবহূত হয় এবং লঘুরক্তচাপ (hypotensive), প্রশান্তিদায়ক (sedative) ও প্রশমক (tranquilising) ঔষধ হিসেবেও এর ব্যবহার আছে। যদিও আধুনিক বিজ্ঞানীরা এসব গুণ সম্পর্কে সঠিক সিদ্ধান্ত দিতে অপারগ, এ উদ্ভিদের ঐতিহ্যিক প্রয়োগ, বিশেষ করে রক্তে শর্করা স্বল্পতাজনিত (hypoglycaemic) রোগে মুখে গ্রহণযোগ্য ভেষজ হিসেবে ব্যবহারের কারণে, এলি লিলি ও কোম্পানিকে (Eli Lily and Company) উদ্ভিদটিকে নিয়ে রাসায়নিক গবেষণা পরিচালনায় উৎসাহিত করেছে।

ফলে, দুটি গুরুত্বপূর্ণ ইনডোল (indole) উপক্ষার (alkaloids), ভিনব্লাস্টাইন (vinblastine) ও ভিনক্রিস্টাইন (vincristine) বিশ্লেষণ করা সম্ভব হয়েছে, ক্যানসার চিকিৎসায় যেগুলির গুরুত্বপূর্ণ সম্ভাবনা রয়েছে। উপক্ষার দুটি বর্তমানে বাণিজ্যিকভাবে পাওয়া যায়। [আবদুল গনি]