নবনূর

নবনূর  মাসিক সাহিত্যপত্র। সৈয়দ এমদাদ আলীর সম্পাদনায় ১৩১০ বঙ্গাব্দের বৈশাখ মাসে (এপ্রিল ১৯০৩)  কলকাতা থেকে এটি প্রথম প্রকাশিত হয়। এতে প্রবন্ধ, কবিতা, গল্প,  উপন্যাস ও সমালোচনা নিয়মিত প্রকাশিত হতো। মাতৃভাষার সেবা ও সাহিত্যচর্চার প্রেরণাকে অঙ্গীকার করে পত্রিকার পরিচালকগণ এটি প্রকাশে উদ্যোগী হন। বিশেষত মুসলমান সমাজের জাগরণ ও উন্নতি বিধান তাঁদের প্রধান লক্ষ্য ছিল। এ উদ্দেশ্যে লেখকগণ ইসলামের অতীত ইতিহাস, শিল্প, সাহিত্য ও  দর্শন বিষয়ে লিখতে উৎসাহ বোধ করতেন। মুসলমান সমাজ, ইতিহাস ও ব্যক্তিকে বিকৃত করে কোথাও কিছু লেখা হলে তাঁরা সেসবের যুক্তিসঙ্গত প্রতিবাদ ও ভ্রম-সংশোধনের চেষ্টা করতেন।

নবনূরের লেখকগোষ্ঠীর মধ্যে ছিলেন সম্পাদক স্বয়ং,  কাজী ইমদাদুল হক, মোহাম্মদ হেদায়েতুল্লাহ, মোহাম্মদ আসাদ আলী প্রমুখ। আসাদ আলী পত্রিকার স্বত্বাধিকারী ও প্রকাশক ছিলেন; পরে সম্পাদকও হন। নবনূর ৩ বছর ৯ মাস নিয়মিত চলার পর ১৩১৩ বঙ্গাব্দের পৌষ মাসে (ডিসেম্বর ১৯০৬) বন্ধ হয়ে যায়।  [ওয়াকিল আহমদ]