দ্বিবীজপত্রী উদ্ভিদ

দ্বিবীজপত্রী উদ্ভিদ

দ্বিবীজপত্রী উদ্ভিদ (Dicot plant)  দুটি বীজপত্রবিশিষ্ট উদ্ভিদ। এসব উদ্ভিদ সপুষ্পক উদ্ভিদের একটি প্রাকৃতিক দল, যাদের

বীজ ফলের মধ্যে আবদ্ধ থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদ Angiosperm-এর একটি শ্রেণি হিসেবে বিবেচিত হয়। Dicotyledonous উদ্ভিদকে অনেক সময় Magnoliopsida-ও বলা হয়। এ শ্রেণিভুক্ত উদ্ভিদের ভ্রূণমূল সাধারণত স্থায়ী মুখ্য মূলে রূপান্তরিত হয় এবং কান্ডের নলিকা-বান্ডিল বৃত্তাকারে বিন্যস্ত থাকে। পাতার শিরাবিন্যাস জালিকাবৎ। এ পর্যন্ত জানা প্রায় ৪ লক্ষ গুপ্তবীজ উদ্ভিদের মধ্যে আড়াই লক্ষাধিকই দ্বিবীজপত্রী (অবশিষ্টরা একবীজপত্রী)। উষ্ণমন্ডল ও উপ-উষ্ণমন্ডলের সাধারণ বৃক্ষের প্রায় সবগুলিই (একবীজপত্রী পাম ও বাঁশ ছাড়া) দ্বিবীজপত্রী। দানাশস্য ছাড়া প্রায় সব রকম ফল, সবজি, ডাল, কাঠ, টেনিন, পানীয়, মসলা এবং আরও শত শত উদ্ভিজ্জ দ্বিবীজপত্রী। বাংলাদেশে সপুষ্পক উদ্ভিদ প্রজাতির সংখ্যা প্রায় ৫০০০, তাতে দ্বিবীজপত্রী দুই-তৃতীয়াংশের বেশি। এদেশের বনজঙ্গল এবং গ্রামের ঝোপঝাড়ে ও বৃক্ষবনে দ্বিবীজপত্রী উদ্ভিদই প্রধান। [মোস্তফা কামাল পাশা]