ছোট যমুনা নদী

ছোট যমুনা নদী (Little Jamuna River)  তিস্তা নদীর পূর্বতন প্রবাহগুলির একটি। জলাপাইগুড়ি থেকে উদ্ভূত হয়ে রাজশাহীর উত্তর-পূর্বে আত্রাই নদীর সঙ্গে মিলিত হয়েছে। এক সময়ে এটি মোটামুটি বড় নদীই ছিল। দিনাজপুর জেলায় এর নদীখাত অত্যন্ত সংকীর্ণ, কিন্তু হিলির দক্ষিণে এর নদীখাত যথেষ্ট প্রশস্ত। নদীটির অববাহিকার আয়তন প্রায় ৬৪৪ বর্গ কিমি, যার মধ্যে ৫৩১ বর্গ কিমি বাংলাদেশের অন্তর্ভুক্ত। বিখ্যাত যমুনা নদী থেকে কেবলমাত্র পরিচিতিকে আলাদা করার জন্যই এর নাম ছোট যমুনা।  [সুলতানা নাসরিন বেবী]

মানচিত্রের জন্য দেখুন ব্রহ্মপুত্র-যমুনা নদীপ্রণালী