চৌধুরী, হিমাঙ্গ শংকর রায়

চৌধুরী, হিমাঙ্গ শংকর রায় (১৯২৮-১৯৮৩)  প্রখ্যাত গায়ক ও তেওতা জমিদার পরিবারের সদস্য। প্রাথমিক পর্যায়ে তেওতা একাডেমীতে শিক্ষা জীবন শুরু করলেও কলকাতার জগবন্ধু ইনস্টিটিউশন ও আশুতোষ কলেজ থেকে উচ্চ শিক্ষা লাভ করেন। ব্যতিক্রমধর্মী প্রজ্ঞার অধিকারী হিমাঙ্গ শংকর জমিদার পরিবারের সদস্য ছিলেন বলেই বাংলার ঐতিহ্যবাহী কীর্তন, যাত্রা, পদাবলী এবং অন্যান্য প্রাচীন গীতিনাট্যের সঙ্গে পরিচিত ছিলেন। তিনি দানীবাবু, দেবব্রত বিশ্বাস, সমরেশ চৌধুরী, সুনীল রায় ও কৃষ্ণদাস ঘোষ প্রমুখদের মতো প্রখ্যাত ওস্তাদদের কাছে তাঁর সঙ্গীতের তালিম গ্রহণ করেন। তিনি রবীন্দ্র সঙ্গীত ও অতুল প্রসাদের গান-এর একনিষ্ঠ শিল্পী ছিলেন। তথাপি সে সময়ে পুরনো দিনের বাংলা গানের শিল্পি হিসেবেও হিমাঙ্গ শংকর সমান জনপ্রিয় ছিলেন।

রঞ্জিত সেন ও কমলা বসুর সঙ্গে যৌথভাবে হিমাঙ্গ রায় ‘হীরক’ নামের একটি সংগঠন গড়ে তোলেন যা ব্যাপকভাবে রবীন্দ্রনাথ ঠাকুর এর গীতিনাট্যসমূহই মঞ্চস্থ করার কাজে জরিত ছিলো। ১৯৬১ সালে তিনি ‘অরূপ শিল্পী গোষ্ঠী’ নামের তাঁর নিজস্ব শিল্পিগোষ্ঠী গড়ে তোলেন। তাঁর দল ‘দুই শতাব্দীর বাংলা গান’ শিরোনামে জনপ্রিয় গানের রেকর্ড প্রকাশ করে। ১৯৭২ সালে ‘দি ডেকা কোম্পানি অব লন্ডন’ হিমাঙ্গ রায় চৌধুরীর গানগুলো রেকর্ড করে ও একই নামে লং প্লে ডিস্ক প্রকাশ করে। গানগুলি দেশ ও বিদেশের শ্রোতাদের নিকট ব্যাপক প্রশংসিত হয়। ১৯৭৪ সালে সুইডেন সরকারের আমন্ত্রণে রায় চৌধুরী সেখানে যান ও ইউরোপে ভ্রমণকালে তিনি একশটিরও বেশি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ১৯৮৩ সালে হিমাঙ্গ শংকর রায় চৌধুরীর মৃত্যু হয়।  [আর রায়]

আরো দেখুন  তেওতা জমিদার পরিবার