চৌধুরী, বিচারপতি আবুল ফজল মোহাম্মদ আহসানউদ্দিন

বিচারপতি আবুল ফজল মোহাম্মদ আহসানউদ্দিন চৌধুরী

চৌধুরী, বিচারপতি আবুল ফজল মোহাম্মদ আহসানউদ্দিন (১৯১৫-২০০১)  বাংলাদেশের রাষ্ট্রপতি। ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বোকাইনগর গ্রামে ১৯১৫ সালের ১ জুলাই তাঁর জন্ম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও বি.এল ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৪২ সালে মুন্সেফ হিসেবে বেঙ্গল সিভিল সার্ভিসে (বিচার) যোগ দেন এবং পরবর্তী সময়ে বৃহত্তর সিলেট, রংপুর ও ঢাকা জেলায় জেলা ও সেশন জজের দায়িত্ব পালন করেন। আহসানউদ্দিন চৌধুরী ১৯৬৮ সালে ঢাকা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি এবং ১৯৭৩ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিযুক্ত হন। ১৯৭৭ সালে তিনি চাকুরি থেকে অবসর গ্রহণ করেন।

১৯৮২ সালে দেশে এক সামরিক অভ্যুত্থান ঘটিয়ে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল  হুসেইন মুহম্মদ এরশাদ প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেন (২৪ মার্চ)। জেনারেল এরশাদ ২৭ মার্চ আহসানউদ্দিন চৌধুরীকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে অভিষিক্ত করেন। ১৯৮৩ সালের ১০ ডিসেম্বর পর্যন্ত তিনি এ পদে অধিষ্ঠিত ছিলেন।

বিচারপতি আহসানউদ্দিন চৌধুরী বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তিনি বাংলাদেশ স্কাউটসের চেয়ারম্যান, ঢাকা শিশু হাসপাতালের ব্যবস্থাপনা পর্ষদ ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, ন্যাশনাল ফাউন্ডেশন অব মেন্টাল হেলথ-এর চেয়ারম্যান, ঢাকা ল’ কলেজের পরিচালনা কমিটির চেয়ারম্যান, আঞ্জুমান মুফিদুল ইসলামের চেয়ারম্যান, হামদর্দ বাংলাদেশ (ওয়াক্ফ) লিমিটেডের চেয়ারম্যান এবং ঢাকা হাইকোর্ট মাজার কমিটির চেয়ারম্যান ছিলেন। ২০০১ সালের ৩০ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।  [মুয়ায্‌যম হুসায়ন খান]