কোহিনূর

কোহিনূর মাসিক পত্রিকা। ১৩০৫ বঙ্গাব্দের আষাঢ় (জুলাই ১৮৯৮) মাসে  কুষ্টিয়া থেকে এটি প্রথম প্রকাশিত হয়; পরে ফরিদপুরের পাংশা এবং শেষে  কলকাতা থেকে প্রকাশিত হতো। এর সম্পাদক ছিলেন পাংশানিবাসী এ.কে.এম মোহাম্মদ রওশন আলী চৌধুরী।

পত্রিকাটি শুরু থেকেই অনিয়মিতভাবে প্রকাশিত হতো। প্রথম পর্যায়ে কিঞ্চিদধিক এক বছর, দ্বিতীয় পর্যায়ে (বৈশাখ ১৩১১ থেকে) প্রায় তিন বছর এবং তৃতীয় পর্যায়ে (বৈশাখ ১৩১৮ থেকে) অনধিক এক বছর এটি চালু ছিল। পত্রিকার আখ্যাপত্রে শিরোনামের নিচে ‘বিবিধ বিষয়ক মাসিকপত্র ও সমালোচনা’ কথাটি লেখা থাকত। দ্বিতীয় পর্যায়ে ‘মাসিকপত্র ও সমালোচনা: হিন্দু-মুসলমানের সম্প্রীতির উদ্দেশ্যে প্রকাশিত’ এ কথাগুলি লেখা হতো।

পত্রিকা পরিচালনার জন্য ‘কোহিনূর পরিচালক সমিতি’ নামে একটি পরিচালনা পরিষদ ছিল। তাতে হিন্দু-মুসলমান মিলে সদস্য ছিলেন মোট ৩৫জন। তাঁরা পত্রিকার লেখকও ছিলেন। পত্রিকাটিতে সমাজ, শিক্ষা ও রাজনীতিবিষয়ক প্রবন্ধের পাশাপাশি কবিতা, গল্প ও  উপন্যাস জাতীয় সৃজনশীল রচনাও প্রকাশিত হতো। অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির কারণে পত্রিকাটি তখন সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল।  [ওয়াকিল আহমদ]