কৃষি পরিমাপ

কৃষি পরিমাপ (Agrometrology)  কৃষিপণ্য ও কৃষি উপকরণের পরিমাপ ও ওজন, আকৃতি, আয়তন বা ভর, ভূমির ক্ষেত্রফল বা কালি ও সংখ্যা নিরূপণ একক। স্মরণাতীতকাল থেকেই কৃষক ও ব্যবসায়ীদের ব্যবহার্য বাংলাদেশের নিজস্ব পরিমাপবিদ্যা রয়েছে। এমনকি বিভিন্ন জেলারও আলাদা আলাদা কৃষি পরিমাপ প্রণালী প্রচলিত আছে যেগুলির নাম ও পরিমাপন এককে ব্যাপক ভিন্নতা রয়েছে। বাংলাদেশ সরকার এক অধ্যাদেশের মাধ্যমে ১৯৮২ সাল থেকে মেট্রিক পদ্ধতির পরিমাপ প্রচলন করেছে।

দেশের বিভিন্ন অঞ্চল ও স্থানে কৃষি পরিমাপন পদ্ধতির এককে বিভিন্নতা বা বৈচিত্র্য থাকলেও প্রমিত আন্তর্জাতিক এককের (Standard International/SI) সঙ্গে এগুলির কিছুটা সাদৃশ্য রয়েছে।

নাম স্থানীয় একক জাতীয় ও প্রমিত আন্তর্জাতিক একক
দৈর্ঘ্য, দূরত্ব  ইঞ্চি, হাত, ফুট, গজ, গিরা, ফার্লং, ক্রোশ, মাইল মিটার, কিলোমিটার
ক্ষেত্রফল বা কালি শতাংশ, বিঘা, তিল, গন্ডা, কুচি, কুনি, কিয়ার, কাঠা, পাখি, কানি, আড়া, পুরা, বুঠা, একর হেক্টর
ঘনফল বা আয়তন কাঠা, পুরা, পাইন্ট, গ্যালন ঘনমিটার, লিটার
ভর (ওজন) তোলা, কাচ্চা, ভুঠা, ছটাক, পোয়া, সের, মন, ধরা, আড়ি, কাটি, পাইরি কিলোগ্রাম
নেত্রকোনা গাজীপুর
১ কাঠা = ১০ শতাংশ ১ পাখি = ৩৫ শতাংশ
১ একর = ১০ কাঠা ১ সের (দুধ) = ১০৫ তোলা
১ আড়া = ১৬ কাঠা = ১৬০ শতাংশ ১ মন (জ্বালানি কাঠ) = ১০ পাহাড়
১ বুঠা = ৫ কাঠা = ৫০ শতাংশ ১ খারা = ৫ সের
১ কানি = ৩৩.৫ শতাংশ ১ হালি (কলা) = ৫টি
১ পুরা = ১৬ আরা ১ খাটা (চাল) = ৫ সের
১ শতাংশ = ০.১ কাঠা
১ হেক্টর = ২৪.৭ কাঠা
১ কাঠা = ৪ কুচি
ময়মনসিংহ রাজশাহী
১ বিঘা = ৩৩ শতাংশ = ৫ কাঠা ১ বিঘা = ৩৩ শতাংশ
১ কাঠা = ৬.৭৫ শতাংশ ২০ কাঠা = ১ বিঘা
১ খুচি (ধান) = ১.৭৫ সের ১ কাঠা = ১.৫ শতাংশ
১ পুরা = ৩৩/৩০ শতাংশ ৪০ সের = ১ মন
১ ধরি = ৫ কেজি
১ পোয়া (পান) = ৩২ বিড়া
১ বিড়া = ৬৪ টি = ১৬ গণ্ডা
২০ গণ্ডা (আম) = ১ পন
১ পন = ৮০ টি
ফেনী/লক্ষ্মীপুর অঞ্চল টাঙ্গাইল
১ কড়া = ১.৫ শতাংশ = ৬ নল (১ নল = ৭ হাত) ১ বিঘা/পাখি = ৩০ শতাংশ
১ গণ্ডা = ৪ কড়া ১ খাদা = ১৬ বিঘা
১ কানি = ৪ গণ্ডা ১ কড়া = ৪ গণ্ডা
১ কানি = ৪ কুনি ১ ধরা = ৫ সের
১ তিরপি কানি = ২০ গণ্ডা = ১.২ একর ১ হালি (আম) = ৫টি
১ দোন = ১৬ কানি ১ সের = ৮০ তোলা
১ আড়ি = ১০ সের/১৬ সের ১ সের (দুধ) = ১০৫ তোলা
১ পিয়া = ১৪ পুরা ১ কুড়ি (মাছ) = ২২টি
১ কুড়ি (কলা) = ২৪টি
ফরিদপুর বরিশাল
১ বিঘা = ৫২ শতাংশ ১ কড়া = ৪ গণ্ডা
১ একর = ১০০ শতাংশ ১ কড়া = ২ শতাংশ
১ ঘটি = ১ সের ১ কাটি = ২০ শতাংশ
১ পন = ২০ হালি ১ একর = ১০০ শতাংশ
১ হালি = ৪টি ১ কুরা = ১৬০ শতাংশ
১ গণ্ডা = ৪ হালি ১ সের (কেরোসিন তেল) = ৬০/১০০ তোলা
১ কুড়ি (সুপারি) = ২২ টি
১ কাঠি = ২২ সের
ঢাকা কুষ্টিয়া
১ পাখি = ২৬ শতাংশ ১ বিঘা = ৩৩ শতাংশ
১ বিঘা = ৩ পাখি ১ একর = ১০০ শতাংশ
১ কাঠা = ২০ পাখি ১ পার = ৮০টি
১ বিড়া (পান) = ২০ গণ্ডা = ৮০টি ১ পাখি = ৬০ শতাংশ
১ চোলি = ৫ গণ্ডা = ২০টি ১ ধরা = ৫ সের
১ শত (আম) = ১১২টি
১ বিশা (মাছ) = ৩২টি
বগুড়া খুলনা
১ বিঘা = ২০ কাঠা = ৩৩ শতাংশ ১ ধারি = ৫ সের
১ কাটি (চাল) = ২০ সের ১ বিঘা = ৬৬ শতাংশ
১ ধরা = ৫ সের ১ চুনিয়া = ১৫ সের
১ কাঠা = ৩০ সের
কুমিল্লা গাইবান্ধা
১ কানি = ১.৮০ একর/৩০ শতাংশ = ১২০ শতাংশ ১ বিঘা = ৩৩ শতাংশ
১ সাই কানি = ২০ গণ্ডা = ৪ কুনি ১ বিঘা = ২০ কাঠা
১ গণ্ডা = ৯ শতাংশ = ৪ কড়া ১ একর = ১০০ কাঠা
১ কুনি = ৫ গণ্ডা ১ বিড়া (পান) = ১৬ গণ্ডা
১ কুড়ি (মাছ) = ২৫টি ১ গণ্ডা = ৪টি
১ কুড়ি (কলা) = ২৫টি ৪০ সের = ১ মন
১ সের (জমি) = ৩ শতাংশ
১ ছটাক (জমি) = ১/৬৪০ কানি
পাবনা চট্টগ্রাম
১ ঘা (সুপারি) = ১০টি ১ কানি = ১৬০/৪০ শতাংশ
১ পাখি = ২৯ কানি = ২৭ শতাংশ ১ কড়া = ২ শতাংশ
১ বিঘা = ৩৩ শতাংশ ১ গণ্ডা = ৪ কড়া/২ শতাংশ
১ মন (ধান) = ২০ কাঠা ১ আড়ি (ধান) = ১৮ সের
১ ধরা = ৫ সের ১ মন = ৪ আড়ি
রংপুর নোয়াখালী
১ বিঘা = ২.৫ দোন = ৬০ শতাংশ ১ কানি = ১২০ শতাংশ
১ দোন = ৪ পোয়া ১ কানি = ২০ গণ্ডা
১ হালি (মাছ) = ৭টি ১ গণ্ডা = ৪ কড়া
১ ধরা = ৫ সের ১ কড়া = ১.৫ শতাংশ
১ মন = ৮ ধরা = ৪০ সের ১ বিড়া (পান) = ১৮ গণ্ডা = ৭২টি
১ মন = ৪০ সের
দিনাজপুর
১ বিঘা = ৪৮ শতাংশ
১ বিঘা = ২০ কাঠা
১ ঘা (সুপারি) = ১০ টি
২ গণ্ডা = ১ পন
১ ধারি = ৫ কেজি
৮ ধারি = ১ মন
১ শত (পান) = ১৬ গণ্ডা = = ৬৪টি

[মোঃ সদরুল আমিন]