এলগিন, লর্ড

এলগিন, লর্ড (১৮১১-১৮৬৩)  ১৮৬২ থেকে ১৮৬৩ সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল এবং ভাইসরয় ছিলেন। তিনি ১৮১১ সালের ২০ জুলাই জন্মগ্রহণ করেন এবং অক্সফোর্ডের ইটন ও ক্রাইস্টচার্চ-এ শিক্ষা লাভ করেন। তিনি তাঁর দুই পূর্বসূরি  লর্ড ডালহৌসী ও  লর্ড ক্যানিং-এর সমসাময়িক ও বন্ধু ছিলেন। ১৮৪২ থেকে ১৮৪৬ সাল পর্যন্ত জ্যামাইকার গভর্নর ও ১৮৪৬ থেকে ১৮৫৪ সাল পর্যন্ত কানাডার গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করায় ঔপনিবেশিক প্রশাসন সর্ম্পকে তিনি ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছিলেন।

এলগিনের আকস্মিক মৃত্যুর কারণে ভারতবর্ষে তাঁর কার্যকাল ছিল সংক্ষিপ্ত। মাত্র ২০ মাসের কার্যকালে তিনি মূলত লর্ড ক্যানিং-এর গৃহীত পদক্ষেপসমূহই অনুসরণ করেছিলেন। ১৮৬৩ সালের গ্রীষ্মকাল তিনি সিমলায় কাটান। উত্তর ভারত ভ্রমণকালে ১৮৬৩ সালের ২০ নভেম্বর হূদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫২ বৎসর বয়সে ধর্মশালায় তাঁর মৃত্যু হয় এবং সেখানেই তাঁকে সমাহিত করা হয়। উত্তর পশ্চিম সীমান্তে একটি উপজাতি বিদ্রোহ দমনের উদ্দেশ্যে আমবালা অভিযান ছিল এলগিন এর সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা।  [কে.এম. মোহসীন]