ইউনিয়ন ব্যাংক লিমিটেড

ইউনিয়ন ব্যাংক লিমিটেড বেসরকারি খাতের একটি শরীয়াহ্-ভিত্তিক ব্যাংক হিসেবে ইউনিয়ন ব্যাংক লিমিটেড ২০১৩ সালের ১ এপ্রিল প্রতিষ্ঠিত হয় এবং একই বছর ২০ মে তারিখে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। ব্যাংকটির অনুমোদিত মূলধনের পরিমাণ ১০,০০০ মিলিয়ন টাকা। সাম্প্রতিকতম ব্যাংকিং প্রযুক্তি এবং শরীয়াহ্-ভিত্তিক পণ্যাদি সমন্বয়ের মাধ্যমে এই চতুর্থ প্রজন্মের ব্যাংক উঁচুমানের ব্যাংকিং সেবা প্রদান করে থাকে। এর প্রধান কার্যালয় ঢাকা মহানগরীর গুলশান এভিনিউয়ে অবস্থিত। ২০২০ সালের মার্চ মাসে ব্যাংকটির দেশব্যাপী শাখার সংখ্যা ছিল ৮৭।

২০১৯ সালে সমগ্র ব্যাংকিং খাতে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের আমানতের হিস্যা ছিল ১.২ শতাংশ; ঋণ ও অগ্রিমের ক্ষেত্রে এই অনুপাত ছিল ১.৩ শতাংশ। সে বছর ব্যাংকটির আমানত ২০.৩০ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১৫০,২১৯.৯০ মিলিয়ন টাকা। অন্যদিকে ঋণ ও অগ্রিম ২২.১০ শতাংশ বৃদ্ধি পেয়ে হয় ১৪৬,৪৫৯.৬০ মিলিয়ন টাকা। এ সময়ে ঋণ ও আমানতের সুদহারের গড় ব্যবধান ছিল ৩.৮০ শতাংশ।

২০১৯ সালের শেষে ইউনিয়ন ব্যাংক লিমিটেড কর্তৃক প্রদত্ত ঋণ ও অগ্রিমের খাতওয়ারি পরিস্থিতি ছিল নিম্নরূপ: (ক) চলতি মূলধন অর্থায়ন ১৫%; (খ) ব্যবসা-বাণিজ্য ৭৪%; (গ) শিল্প ৭%; (ঘ) নির্মাণ ২%; (ঙ) কৃষি, মৎস্য ও বনায়ন ১%; (চ) পরিবহন ও যোগাযোগ ০%; (ছ) বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ ১%; (জ) অন্যান্য ঋণ ০%। শিল্প ঋণ ৩৪.৬০ শতাংশ হ্রাস পেয়ে বছর শেষে দাঁড়ায় ৭,৬৪৭.২০ মিলিয়ন টাকা। অন্য দিকে কৃষি ঋণ ১৪.৩০ শতাংশ হ্রাস পেয়ে হয় ৫৪৩.৩০ মিলিয়ন টাকা। ২০১৯ সালে ইউনিয়ন ব্যাংক কর্তৃক গৃহীত প্রবাসী আয়ের পরিমাণ ছিল ১৯২২.৮০ মিলিয়ন টাকা। অন্যদিকে সিএসআর (কর্পোরেট সোশ্যাল রিসপন্সিবিলিটি) খাতে ব্যয় হয়েছিল ১৪২.৮০ মিলিয়ন টাকা। একই বছর সবুজ অর্থায়নের আওতায় বিতরণ হয়েছিল ৬৫.৫৯ মিলিয়ন টাকার ঋণ। আর ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ খাতে ঋণ বিতরণ হয়েছিল ৩,৯১৩.০০ মিলিয়ন টাকা। নারী উদ্যোক্তারা ঋণ পেয়েছিলেন ১৪.১৯ মিলিয়ন টাকা।

ইউনিয়ন ব্যাংক লিমিটেড কেন্দ্রীভূত তথ্যভাণ্ডার ও কোর ব্যাংকিং সফ্টওয়্যার প্রয়োগের মাধ্যমে শাখাসমূহের সঙ্গে সংযুক্ত থাকে এবং অনলাইন ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, বিল পরিশোধ, ইত্যাদি সেবা প্রদান করে। তৃণমূল পর্যন্ত সেবা কার্যকরভাবে পৌঁছে দেওয়ার উদেশ্যে ব্যাংকটি দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত শাখা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। [হেলাল উদ্দিন আহমেদ]

তথ্যসূত্র ব্যাংকিং অ্যালম্যানাক ২০১৬। ঢাকা: শিক্ষা বিচিত্রা, ডিসেম্বর ২০১৬; আর্থিক প্রতিষ্ঠানসমূহের প্রতিবেদন ২০১৮-১৯। ঢাকা: আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, জুন ২০২০; ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ওয়েবসাইট।