আহমেদ, কাজী হাবিবউদ্দিন

কাজী হাবিবউদ্দিন আহমেদ

আহমেদ, কাজী হাবিবউদ্দিন (১৯৪৭-২০০৭)  ব্যবসায়ী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা।  ১৯৪৭ সালের ১৯ জুন কলকাতার ঝাউতলায় তাঁর জন্ম। তাঁর পৈত্রিক নিবাস কুমিল্লা জেলার চিওড়ায়। পিতা কাজী গিয়াসউদ্দিন আহমেদ ছিলেন একজন শিল্পপতি। মাতার নাম কাজী বদরুজ্জাহান। হাবিবউদ্দিন পিতার ব্যবসায়িক কর্মস্থল সিলেট শহরে প্রাথমিক শিক্ষা লাভ করেন। তিনি ঢাকার পগোজ সুকল থেকে ১৯৬৪ সালে এসএসসি পাস করেন। এরপর ঢাকা সঙ্গীত কলেজে ভর্তি হন। তিনি ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলেন।

১৯৭১ সালের মার্চ মাসে হাবিবউদ্দিন ব্যবসা সংক্রান্ত কাজে চট্টগ্রামে ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি রেডিও পাকিস্তান চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান প্রযোজক আবদুল্লাহ্ আল-ফারুকের আহবানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান বিভাগ পরিচালনার দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর বাংলাদেশ বেতারে অনুষ্ঠান সংগঠক পদে কিছুদিন চাকরি করার পর তিনি চট্টগ্রামের পৈত্রিক ব্যবসা প্রতিষ্ঠান ‘কাজী টেক্সটাইল’ পরিচালনার দায়িত্ব গ্রহন করেন।

কাজী হাবিবউদ্দিন আহমেদ ১৯৯০ সালে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক ‘শব্দ সৈনিক’ পদকে ভূষিত হন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১৯৯৪ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যান্য কর্মীদের সাথে কাজী হাবিবউদ্দিন আহমেদকেও সম্মাননা প্রদান করে।

২০০৭ সালের ২৯ ডিসেম্বর ঢাকায় তাঁর মৃত্যু হয়।

[শাজাহান ফারুক]