আহমদ, বিচারপতি আমিরউদ্দীন

আহমদ, বিচারপতি আমিরউদ্দীন (১৮৯৫-?)  প্রধান বিচারপতি, পূর্ব বাংলার অস্থায়ী গভর্নর। বিচারপতি আহমদ ১৮৯৫ সালের ২২ ডিসেম্বর পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪২ সালের ১ এপ্রিল বাংলার ডেপুটি লিগ্যাল রিমেমব্রান্সার হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। ১৯৪৭ সালের ৬ জানুয়ারি তিনি কলকাতা হাইকোর্টে অতিরিক্ত বিচারক পদে পদোন্নতি লাভ করেন। দেশবিভাগের পর তিনি পূর্ব বাংলায় আসেন এবং তাঁকে ১৯৪৭ সালের ১৫ আগস্ট থেকে ঢাকা হাইকোর্টে বিচারক পদে নিয়োগ করা হয়। ১৯৫১ সালের ১৫ মে তাঁকে পিন্ডি ষড়যন্ত্র ট্রাইব্যুনালের (সিন্ধুর হায়দ্রাবাদে) সদস্য এবং ১৯৫৩ সালের ১০ নভেম্বর বাউন্ডারি কমিশনের চেয়ারম্যান (লাহোর) নিয়োগ করা হয়। অতঃপর তিনি ১৯৫৩ সালের ২৭ মার্চ পুনরায় ঢাকা হাইকোর্টে বিচারক হিসেবে যোগদান করেন। ১৯৫৪ সালের ২২ সেপ্টেম্বর তিনি ঢাকা হাইকোর্টের প্রধান বিচারপতি হন।

আমিরউদ্দীন আহমদ ১৯৫৫ সালে পূর্ব বাংলার অস্থায়ী গভর্নর নিযুক্ত হন। তিনি ১৪ জুন শপথ গ্রহণ করেন। ১৯৫৬ সালের ৯ মার্চ পর্যন্ত তিনি অস্থায়ী গভর্নরের দায়িত্ব পালন করেন। এরপর তাঁকে পাকিস্তানের ফেডারেল কোর্টের বিচারক নিয়োগ করা হয়।

বাংলা ও ইংরেজি ছাড়াও বিচারপতি আহমদ আরবি ও ফার্সি ভাষায় পারদর্শি ছিলেন। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে তাঁর পান্ডিত্য ছিল।  [আবু জাফর]