আহমদ, গিয়াসউদ্দিন

গিয়াসউদ্দিন আহমদ

আহমদ, গিয়াসউদ্দিন (১৯৩৩-১৯৭১)  শহীদ বুদ্ধিজীবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মহসীন হলের আবাসিক শিক্ষকদের বাসভবন থেকে স্বাধীনতা বিরোধী শক্তি তাঁকে ধরে নিয়ে যায়। ঘটনার ২০ দিন পর রায়ের বাজার বধ্যভূমি থেকে তাঁর মৃতদেহ পাওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গনে তাঁকে সমাহিত করা হয়।

গিয়াসউদ্দিন আহমদ ১৯৩৩ সালের ১১ আগস্ট নরসিংদী জেলার বেলাব গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৭ সালে ঢাকা বিশ্বদ্যিালয় থেকে ইতিহাসে এম.এ ডিগ্রি লাভের পর ঢাকার জগন্নাথ কলেজে তাঁর শিক্ষকতা জীবন শুরু হয়। ১৯৫৮ সালের সেপ্টেম্বর মাসে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে যোগ দেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এ বিভাগেরই শিক্ষক ছিলেন। কমনওয়েলথ বৃত্তি নিয়ে তিনি ১৯৬৪ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত লন্ডন স্কুল অব ইকনমিক্সে অধ্যয়ন করেন। এখান থেকে আন্তর্জাতিক ইতিহাসে তিনি বি এস সি ইকনমিক্স ডিগ্রি অর্জন করেন। গিয়াসউদ্দিন আহমদ ইউরোপ ও সমকালীন বিশ্বের ইতিহাসে বিশেষজ্ঞ ছিলেন। শিক্ষার্থীদের কাছে ঈর্ষণীয়ভাবে জনপ্রিয়, স্পষ্টভাষী, কর্মঠ এবং নিবেদিতপ্রাণ শিক্ষক গিয়াসউদ্দিন জ্ঞানের গভীরতা ও পান্ডিত্যের জন্য সকলের কাছে পরিচিত ছিলেন।

রাজনৈতিক কর্মী না হওয়া সত্ত্বেও গিয়াসউদ্দিন আহমদ জাতীয় ইস্যুতে সব সময়ই সোচ্চার ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি নানা উপায়ে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার শিকার হয়ে তাঁর যে সকল সহকর্মী নিহত হন তাদের পরিবারের সাহায্যার্থে তিনি অর্থ সংগ্রহ করেন। তিনি আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য গোপনে অর্থ সংগ্রহ এবং অন্যান্য সহযোগিতাও প্রদান করেন। ১৯৭১ সালের সেপ্টেম্বর ও নভেম্বর মাসে পাকিস্তানি সেনাবাহিনী জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে দু’বার ধরে নিয়ে যায়। [আবদুল মমিন চৌধুরী]