আহমদ, এমাদউদ্দীন

আহমদ, এমাদউদ্দীন (১৮৭৫-১৯৩৬)  রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর জন্মস্থান রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ। তিনি রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে এনট্রান্স এবং রাজশাহী কলেজ থেকে এফ.এ. পাস করেন। উক্ত কলেজ থেকে তিনি বি.এ. এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি.এল. ডিগ্রি লাভ করেন। তিনি রাজশাহী জজকোর্টে আইন ব্যবসায় যোগদান করেন। জনসেবার ব্রত নিয়ে গঠিত ‘রাজশাহী মোহামেডান অ্যাসোসিয়েশন’ (প্রতিষ্ঠা ১৮৮৪ খ্রি.)-এর সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ১৯২০ ও ১৯২৬ সালে তিনি পরপর দুবার রাজশাহী জেলা বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯২২ সালে তিনি ‘’খান বাহাদুর’ উপাধিতে ভূষিত হন। ১৯২২-১৯২৬ সাল পর্যন্ত রাজশাহী পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে তিনি পৌর এলাকার অনেক উন্নয়ন কাজে অবদান রাখেন। তাঁর প্রচেষ্টায় ১৯২৭ সালে ‘রাজশাহী গার্লস মাদ্রাসা’ (পরে হাইস্কুল) স্থাপিত হয়। ১৯৩০ সালে তিনি বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য নির্বাচিত হন। তাঁর নামানুসারে রাজশাহীর একটি রাস্তার নামকরণ করা হয় ‘খান বাহাদুর এমাদউদ্দীন রোড’।  [এস.এম আবদুল লতিফ]