আশরাফ জাহাঙ্গীর সিমনানি

আশরাফ জাহাঙ্গীর সিমনানি জৌনপুরে (ভারতের উত্তর প্রদেশে) সমাহিত সুফি দরবেশ বাংলার সংগে তাঁর যোগাযোগ ছিল। তাঁর পুরো নাম মীর সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানি। ১৩৮০ খ্রিস্টাব্দে বিহারের সুফি দরবেশ শেখ শরফুদ্দীন ইয়াহিয়া মানেরীর মৃত্যুর পর পরই তিনি বিহারে আগমন করেন।

আশরাফ জাহাঙ্গীর বাংলায় আসেন এবং পান্ডুয়ার শেখ আলাউল হকের শিষ্য হন। চিশতিয়া মতাদর্শের আউলিয়া শেখ আলাউল হক ছিলেন শেখ আখি সিরাজউদ্দীনের শিষ্য।  শেখ আখি সিরাজউদ্দীন গৌড়ে সমাহিত রয়েছেন এবং তিনি ছিলেন দিল্লির শেখ নিজামউদ্দীন আউলিয়ার শিষ্য। আশরাফ জাহাঙ্গীর পান্ডুয়াতে তাঁর শিক্ষকের নিকট ছয় বছর শিক্ষা গ্রহণ করেন। আধ্যাত্মিক জ্ঞানলাভের পর শিক্ষক তাঁকে ‘খিলাফত’ প্রদান করেন এবং স্বদেশে ফিরে গিয়ে ইসলাম প্রচারের নির্দেশ দেন। শেখ আশরাফ ভারতের বিভিন্ন অঞ্চল পরিভ্রমণ করেন এবং পরিশেষে জৌনপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি কাচাঞ্চা শরীফ খানকা প্রতিষ্ঠা করেন।

শেখ আশরাফ এবং পান্ডুয়ার শেখ নূর কুতুব আলম সতীর্থ ছিলেন। তাঁরা উভয়ই শেখ নূর কুতুব আলমের পিতা শেখ আলাউল হকের নিকট আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করেন। শেখ আশরাফ ও শেখ নূর কুতুব আলমের লেখা কিছু চিঠি পাওয়া গিয়েছে। এগুলি বাংলার রাজনীতিতে রাজা গণেশের প্রভাব প্রতিষ্ঠার উপর আলোকপাত করে। রাজা গণেশ যখন বাংলায় ক্ষমতা কুক্ষিগত করছিলেন তখন শেখ নূর কুতুব আলম জৌনপুরের শাসক ইবরাহিম শর্কিকে বাংলায় অভিযান করার আহবান জানান এবং গণেশের কবল থেকে বাংলার মুসলিম রাজ্য রক্ষা করার অনুরোধ জানান। ইবরাহিম শর্কিকে উৎসাহিত করার জন্য শেখ নূর কুতুব আলম শেখ আশরাফ জাহাঙ্গীরকেও পত্র দেন। তখন তিনি জৌনপুরে বসবাস করছিলেন। নূর কুতুব আলমের অনুরোধ পেয়ে তিনি জৌনপুরের সুলতানকে বাংলা অভিযান করার জন্য অনুরোধপত্র প্রেরন করেন।

পরবর্তী সময়ে কোনো কোনো লেখক মনে করেন যে, শেখ আশরাফ জাহাঙ্গীর সিমনানির মৃত্যু হয় ১৪০৫ খ্রিস্টাব্দে। অবশ্য শেখ আশরাফের পত্র থেকে এ ধারণা জন্মায় যে তিনি অন্তত ১৪১৫ খ্রিস্টাব্দ (৮১৮ হিজরি) পর্যন্ত জীবিত ছিলেন। এ তারিখে শেখ নূর কুতুব আলমের মৃত্যু হয় বলে সর্বজনগৃহীত। তাঁর মৃত্যুর অল্প কিছুদিন পূর্বে গণেশ ক্ষমতা দখল করেছিলেন।  [আবদুল করিম]

গ্রন্থপঞ্জি  Shaikh Abdul Haq Dehlavi, Akhbar-ul-Akhyar fi Asrar-ul-Abrar; Bengal Past and Present, LXVII, 1948, Muhammad Enamul Haq, A History of Sufism in Bengal, Dhaka, 1975; A Karim, Social History of the Muslims in Bengal, Chittagong, 1985.