আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড  ইসলামী শরীয়াহ্ মোতাবেক পরিচালিত সুদমুক্ত বেসরকারি ব্যাংক। ১৯৯৫ সালের ২৭ সেপ্টেম্বর এটি কার্র্যক্রম শুরু করে। এর ব্যাংকিং ব্যবসা ইসলামী আইন ও নীতি অনুযায়ী সুদমুক্ত পদ্ধতিতে সম্পাদিত হয় এবং এই উদ্দেশ্যে এর একটি ‘শরীয়াহ কাউন্সিল’ রয়েছে। ব্যাংকটি ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি অ্যাক্ট-এর অধীনে ব্যাংকিং সেবা প্রদান করছে। ২১ সদস্যবিশিষ্ট একটি পরিচালনা পর্ষদের উপর আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সার্বিক ব্যবস্থাপনা ও নীতি প্রণয়নের দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। এর প্রধান নির্বাহী একজন ব্যবস্থাপনা পরিচালক। এর প্রধান কার্যালয় ঢাকায়।

মৌল তথ্য ও পরিসংখ্যান (মিলিয়ন টাকায়)

বিবরণ ২০১৮ ২০১৯ ২০২০
অনুমোদিত মূলধন ১৫০০০ ১৫০০০ ১৫০০০
পরিশোধিত মূলধন ১০৪৪০ ১০৬৪০ ১০৬৪৯
রিজার্ভ ৮৩৮০ ৯৪২২ ১১৬৪০
আমানত ২৮৪৮৫৪ ৩২৪০০৯ ৩৪৬৭৫৯
(ক) তলবি আমানত ২৩৮৫৭ ২৬০৯৭৭ ৩৬৬৩২
(খ) মেয়াদি আমানত ২৭৩৫১ ২৯৬৬৫৮ ৩১০১২৭
ঋণ ও অগ্রিম ২৬৫১৩২ ২৯২৫৯৭ ৩০৯৭৬২
বিনিয়োগ ১১৩৬৭ ১৫৩৩৬ ২০৭১৭
মোট পরিসম্পদ ৩৩৩২৬১ ৩৭৬৬০১ ৪১১৬৩৬
মোট আয় ২৮২৫৭ ৩২৪৬৫ ২৯৬৬১
মোট ব্যয় ২২০৪৫ ২৪৬৬৩ ২৩০০০
বৈদেশিক মুদ্রা ব্যবসা পরিচালনা ৩১৯৯৭১ ৩১৮২৯১ ৩১৮১২৪
(ক) রপ্তানি ১১৪৪৮১ ১০৮৯৬৭ ১০৪৯৩৯
(খ) আমদানি ১৬৮৫৭৩ ১৭১৬১১ ১৬৯৩৭৮
(গ) রেমিট্যান্স ৩৬৯১৭ ৩৭৭১৩ ৪৩৮০৭
মোট জনশক্তি (সংখ্যায়) ৩৬৮২ ৩৭৯৫ ৩৯৮৪
(ক) কর্মকর্তা ২৬১ ৩০১ ২৯৬
(খ) কর্মচারি ৩৪২১ ৩৪৯৪ ৩৬৮৮
বিদেশি প্রতিসংগী ব্যাংক (সংখ্যায়) ৩৩২ ৩৩৫ ৩৪৪
শাখা (সংখ্যায়) ১৬৮ ১৮৪ ১৮৪
(ক) দেশে ১৬৮ ১৮৪ ১৮৪
(খ) বিদেশে
কৃষিখাতে
ক) ঋণ বিতরণ ১৫২৬ ৩৮২৫ ৩৯২০
খ) আদায় ১৪২০ ১৫২১ ১২২২
শিল্প খাতে
ক) ঋণ বিতরণ ১৯৭৮০ ২৯৮৭৫ ৩১৩২১
খ) আদায় ১৬৩৪০ ২৩৩৩৫ ২৬৭৮৫
খাতভিত্তিক ঋণের স্থিতি
ক) কৃষি ও মৎস্য ২৮০০ ৫১০৪ ৭৮০২
খ) শিল্প ১২০৭৫৬ ১৪৪৬২৩ ১৪৯৩৮৫
গ) ব্যবসা বাণিজ্য ৯১৭৮৫ ৫৭৫৫১ ৬৫৩২৯
ঘ) দারিদ্র্র্য বিমোচন ১২৬ ১৬৫ ১৭০
সি.এস.আর ১২২ ৭৯ ২৮৪

উৎস  আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রনালয়, বাংলাদেশ সরকার, বার্ষিক প্রতিবেদন, ২০১৯-২০২০ ও ২০২০-২১

আল-আরাফাহ ইসলামী ব্যাংক হালাল দ্রব্যাদি ক্রয়বিক্রয়ে লাভক্ষতির ভিত্তিতে তহবিল বিনিয়োগ করে। ব্যাংক মুদারাবা আমানত তহবিল বিনিয়োগের মাধ্যমে অর্জিত আয়ের একটি নির্ধারিত অংশ আমানতকারীদের মধ্যে বণ্টন করে। ব্যাংকের বিনিয়োগসমূহ নিয়মিত ও নিবিড়ভাবে তদারকি করা হয় যাতে কোনো বিনিয়োগ বা এর অংশবিশেষ মেয়াদোত্তীর্ণ ও লোকসানি ঋণে পর্যবসিত না হয়। [মোহাম্মদ আবদুল মজিদ]