আলী, শেখ ওসমান

আলী, শেখ ওসমান (১৮৭২-১৯৫২)  কবি ও সরকারি চাকরিজীবী। পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় তাঁর জন্ম। ওসমান আলী কলকাতার  প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ (১৮৯৪) এবং সিটি কলেজ থেকে বিএল (১৮৯৬) পাস করেন। পরে সরকারি চাকরিতে যোগ দিয়ে তিনি মুন্সেফ ও সাব-জজ পদে উন্নীত হন।

আধুনিক ধারায় যে কয়জন শিক্ষিত মুসলমান  বাংলা সাহিত্য চর্চায় এগিয়ে আসেন, শেখ ওসমান আলী ছিলেন তাঁদের অন্যতম। তাঁর চারখানি গ্রন্থের নাম জানা যায়: হাফেজ সাহেব (উপন্যাস, ১৯০০), দেবলা (কাহিনীকাব্য, ১৯০১), অলোক সভা  (গীতিকাব্য, ১৯০৪) ও লালচাঁদ (নাট্যকাব্য, ১৯১২)। এগুলির মধ্যে খিজির খান ও দেবল রানীর প্রণয় ঘটিত ঐতিহাসিক ঘটনাভিত্তিক দেবলা তাঁর উৎকৃষ্ট রচনা। এছাড়াও তিনি সমকালের বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত কবিতা ও সামাজিক-রাজনৈতিক বিষয়ে নানা প্রবন্ধ প্রকাশ করেন। তিনি মেদিনীপুরের মোসলেম লিটারেরি সোসাইটির সম্পাদক ছিলেন।  [ওয়াকিল আহমদ]