আলী, শাহেদ১

শাহেদ আলী

আলী, শাহেদ১ (১৮৯৯-১৯৫৮) আইনজীবী,  রাজনীতিক। ১৮৯৯ সালে চাঁদপুর জেলার মতলব থানার আশ্বিনপুর গ্রামে তাঁর জন্ম। তিনি ১৯২১ সালে ঢাকা কলেজ থেকে দর্শনশাস্ত্রে বি.এ (অনার্স) এবং ১৯২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে এম.এ ডিগ্রি লাভ করেন। ১৯২৫ সালে বি.এল ডিগ্রি লাভ করে তিনি ১৯২৬ সালে কুমিল্লা জেলাকোর্টে আইনব্যবসা শুরু করেন।

১৯২৯ সালে শেরে বাংলা এ.কে ফজলুল হকের কৃষক-প্রজা পার্টিতে যোগদানের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা ঘটে। শাহেদ আলী দীর্ঘকাল কৃষক-প্রজা পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কুমিল্লা জেলা শাখার সহসভাপতি ছিলেন। তিনি ১৯৩৭ সালে বঙ্গীয় আইনসভার সদস্য নির্বাচিত হন। .কে ফজলুল হক কর্তৃক  কৃষক-শ্রমিক পার্টি গঠিত হলে (১৯৫৩) তিনি তাতে যোগ দেন এবং কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন।  যুক্তফ্রণ্ট মনোনীত প্রার্থী হিসেবে তিনি ১৯৫৪ সালে পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদের সদস্য এবং ১৯৫৫ সালে পরিষদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন। পরবর্তী সময়ে শাহেদ আলী কৃষক-শ্রমিক পার্টি ত্যাগ করে ১৯৫৮ সালে আওয়ামী লীগে যোগ দেন।

১৯৫৮ সালের ২০ সেপ্টেম্বর ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) দলীয় সদস্য দেওয়ান মাহবুব আলী কর্তৃক স্পিকার আবদুল হাকিমের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব পরিষদে গৃহীত হয়। ফলে ২৩ সেপ্টেম্বর ডেপুটি স্পিকার শাহেদ আলীর সভাপতিত্বে পরিষদের অধিবেশন পুনরায় শুরু হয়। অধিবেশনের শুরুতেই সরকারি দলের সদস্য এবং বিরোধীদলীয় সদস্যদের মধ্যে কতিপয় বিষয়ে তুমুল বাকবিতন্ডা শুরু হয় এবং অচিরেই তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের এক পর্যায়ে ঘটনাচক্রে শাহেদ আলী মারাত্মকভাবে আহত হন। সঙ্গে সঙ্গে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয় এবং ২৬ সেপ্টেম্বর (১৯৫৮) হাসপাতালে তাঁর মৃত্যু হয়। [মুয়ায্‌যম হুসায়ন খান]