আলী, মওলানা আত্হার

আলী, মওলানা আতহার (১৮৯১-১৯৭৬)  ইসলামী চিন্তাবিদ, রাজনীতিবিদ, পার্লামেন্ট সদস্য। তিনি ১৮৯১ সালে সিলেট জেলার বিয়ানীবাজার থানার ঘুঙ্গাদিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। পিতা মৌলবী আজীম খান। ঝিঙ্গাবাড়ী আলীয়া মাদ্রাসায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার পর তিনি মুরাদাবাদ কাসেমিয়া, রামপুর আলিয়া মাদ্রাসা, মাজাহেরে উলুম সাহারানপুর ও দারুল উলূম দেওবন্দ থেকে ইসলামী শাস্ত্রে সর্বোচ্চ ডিগ্রি লাভ করেন।

মওলানা আশরাফ আলী থানভীর নিকট ইসলামী শাস্ত্রে প্রশিক্ষিত হয়ে আত্হার আলী দেশে প্রত্যাবর্তন করে সিলেট ঝিঙ্গাবাড়ি আলীয়া মাদ্রাসা ও কুমিল্লার জামিয়া মিল্লিয়াসহ বিভিন্ন মাদ্রাসায় শিক্ষাকতা করেন। ১৯০৯ সালে কিশোরগঞ্জ মসজিদে ইমাম নিযুক্ত হয়ে ১৯৪৫ সালে জামেয়া এমদাদিয়া মাদ্রাসা এবং পরে ময়মনসিংহ দারুল উলূম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।

তিনি সিলেট রেফারেন্ডাম অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ১৯৫২ সালে  নেজামে ইসলাম পার্টির সভাপতি নির্বাচিত হন। ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং আইযুব খাঁনের শাসনামলে হূত গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা ছাড়াও তিনি প্রতিটি জাতীয় সংগ্রামে অংশ গ্রহণ করেন।

১৯৫৪ সালে তাঁর বলিষ্ঠ নেতৃত্বে নেজামে ইসলাম প্রাদেশিক পরিষদে ৪টি (তিনিসহ) ও জাতীয় পরিষদে ৩৬ আসন লাভ করে। আয়ুব খানের সরকার কর্তৃক তিনি ১৯৬৫ সালে কারারুদ্ধ হন। পাক ভারত যুদ্ধের অব্যবহিত পূর্বে তিনি মুক্ত হয়ে ওয়াজ নসিহতের মাধ্যমে ইসলাম প্রচারে আত্ননিয়োগ করেন। তাঁর প্রকাশিত কয়েকটি গ্রন্থ হলো পর্দা ও ইসলাম, আল-ওজরু ওয়ান নুযরু, ইসলামী শাসন কেন চাই?, বাস্তব ক্ষেত্রে সমাজতন্ত্র, ইসলামে অর্থবন্টন ব্যবস্থা। ১৯৭৬ সালের ৬ অক্টোবর ময়মনসিংহ দারুল উলূম মাদ্রাসায় তাঁর মৃত্যু হয়।

[আ.ব.ম সাইফুল ইসলাম সিদ্দিকী]