আলী, আইয়ু্ব

আলী, আইয়ু্ব (১৮৮৭-১৯৯৫)  শিক্ষাবিদ ও ইসলামী চিন্তাবিদ। মৌলবি আবদুল ওয়াহেদ ও মিসেস আবিদা খাতুনের পুত্র আবুল খায়ের মুহম্মদ আইয়ুব আলী পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখালিতে জন্মগ্রহণ করেন। প্রথমে তিনি মাদ্রাসা শিক্ষা লাভ করেন এবং পরে তিনি পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ বিষয়ে ১৯৪৩ ও ১৯৪৪ সালে যথাক্রমে বি.এ অনার্স ও এম.এ পাস করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫০ সালে ফার্সিতে তিনি তাঁর দ্বিতীয় এম.এ ডিগ্রি অর্জন করেন।

আইয়ুব আলী কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৩ সালে ‘আলামিয়া ডিপ্লোমা’ ও ১৯৫৫ সালে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৪৪ সালে সরকারি শিক্ষা অধিদপ্তরের অধীনে লেকচারার হিসেবে ঢাকা কলেজে যোগ দেন। তিনি রাজশাহী মাদ্রাসা (১৯৫৮-১৯৬৯), সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা (১৯৭০-১৯৭৩) ও ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তাঁর হিস্ট্রি অব ট্র্যাডিশনাল ইসলামিক এডুকেশন ইন বাংলাদেশ একটি প্রশংসিত গ্রন্থ। দীর্ঘ চাকরি জীবনে শিক্ষাবিদ হিসেবে তাঁর অবদানের স্বীকৃতি স্বরূপ ১৯৭৬ সালে তাঁকে একুশে পদক প্রদান করা হয়। [এ.বি.এম সাইফুল ইসলাম সিদ্দিকি]