আযাদ, নবাব সৈয়দ মুহম্মদ

আযাদ, নবাব সৈয়দ মুহম্মদ (১৮৫০-১৯১৬)  উর্দু ভাষার লেখক ও নাট্যকার। ঢাকার বনেদি জমিদার মীর আশরাফ আলী পরিবারে তাঁর জন্ম। সৈয়দ আসাদুদ্দীন হায়দার তাঁর পিতা, নওয়াব  আবদুল লতীফ শ্বশুর এবং শেরে বাংলা  .কে ফজলুল হক ছিলেন তাঁর জামাতা।

সৈয়দ আযাদ একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন। প্রথমে তিনি কলকাতার সাপ্তাহিক দুরবীন-এ ফারসি প্রবন্ধ লিখতেন। পরে আওয়াধ আখবার, আওয়াধ পাঞ্চ, আগ্রা আখবার, আকমালুল আখবার  প্রভৃতি পত্রিকায় সমকালের সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সমস্যা নিয়ে প্রবন্ধ প্রকাশ করেন। আবদুল গফুর শাহবায কর্তৃক সংকলিত ও সম্পাদিত হয়ে তাঁর এসব রচনা খিয়ালাত-এ-আযাদ শিরোনামে প্রকাশিত হয়।

মুহম্মদ আযাদ নওয়াবী দরবার ও নওয়াবী খেল নামে দুখানি উর্দু নাটক এবং মাওলানা আযাদ নামে একটি  আত্মজীবনী রচনা করেন। ঢাকায় তিনিই প্রথম উর্দু নাটক লেখেন এবং তা একাধিকবার মঞ্চস্থ হয়। তাঁর প্রবন্ধ ও নাটকে কৌতুক ও রঙ্গরসের প্রাধান্য আছে।  [কানিজ-ই-বাতুল]