আমির, শেখ মুহম্মদ

আমির, শেখ মুহম্মদ কোম্পানি আমলের (উনিশ শতকের) কলকাতার একজন চিত্রকর। অপরাপর কোম্পানি শিল্পীদের ন্যায় তিনি বাস্তবধর্মী রীতিতে বিভিন্ন দেশি ও ইউরোপীয় মানুষের প্রতিকৃতি অঙ্কন করেন। এছাড়া তিনি তাঁর ইউরোপীয় মালিকের প্রাসাদোপম বাড়ি, কর্মচারী, ভৃত্য, গৃহপালিত পশুপাখি, গাড়িঘোড়া, অনুচরবৃন্দ ও কুকুরের বাস্তবানুগ চিত্র অঙ্কন করেন। তাঁর মালিক টমাস হলরয়েডের পৃষ্ঠপোষকতায় তিনি কলকাতায় ইউরোপীয় অধিবাসীদের অলি-গলি ঘুরে তাদের ঘর-বাড়ি গৃহপালিত পশুপাখি ইত্যাদি স্কেচ করেন।

শেখ মুহম্মদ ইউরোপীয় শৈলীতে হালকা রং প্রয়োগ করে ঘোড়া ও কুকুরের চমৎকার রেখাচিত্র অঙ্কন করেন। তাঁর এ ধরনের উল্লেখযোগ্য একটি ড্রইং হচ্ছে ‘'তৃণভূমিতে বিচরণরত দুটি কুকুর’ (১৮৪০-৫০)। তিনি মুগল কলম (শৈলী) পরিহার করে দক্ষতার সাথে প্রাতিষ্ঠানিক ইউরোপীয় ঢং-এ তেল রঙের চিত্র অঙ্কন করেন। ইউরোপীয় শৈলীতে অঙ্কিত তাঁর বর্ণাঢ্য চিত্রকৃতিগুলি বাস্তবতা, ছায়াতপ ও শরীরবিদ্যা জ্ঞানের পরিচায়ক। তাঁর কিছু চিত্রকর্ম বর্তমানে লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে সংরক্ষিত আছে।  [নাজমা খান মজলিস]