আফজাল, খাজা মুহাম্মদ

আফজাল, খাজা মুহাম্মদ (১৮৭৫-?)   উর্দু ভাষার কবি, লেখক। জন্ম ঢাকায়। তিনি ঢাকার খাজা পরিবারের সদস্য ছিলেন; তাঁর পিতা খাজা মুহাম্মদ ইউসুফ। মুহাম্মদ আফজাল ফারসি ও ইংরেজি ভাষায় প্রাতিষ্ঠানিক শিক্ষালাভ করেন। কাব্যচর্চায় তিনি ঢাকার অপর কবি সৈয়দ মাহমুদ আযাদের শিষ্যত্ব গ্রহণ করেন। তাঁর সাহিত্যিক নাম ‘আফজাল’। তিনি ফারসি দীউয়ান এবং কিছুসংখ্যক উর্দু  গজল রচনা করেন। তাঁর কবিতার ভাষা সাবলীল ও প্রাণবন্ত। ছন্দের ব্যবহারেও তিনি নৈপুণ্য প্রদর্শন করেছেন। তিনি আবজাদ পদ্ধতিতে ছন্দোবদ্ধ ঘটনাপঞ্জি রচনায় সিদ্ধহস্ত ছিলেন। তারিখসংক্রান্ত তাঁর এসব শে’র তিন খন্ডে সংকলিত হয়েছে। খাজা আহসানউল্লাহর মৃত্যু উপলক্ষে রচিত গাম-এ-মা পায়কার তাঁর অপর একটি তারিখ নির্ধারণী পুস্তিকা।

মুহাম্মদ আফজাল নিয়মিত ডায়রি লিখতেন এবং ১৮৯৫ থেকে ১৯৩৩ খ্রিস্টাব্দ পর্যন্ত লেখা তাঁর ডায়রি ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে সংরক্ষিত আছে।  [আবু মূসা মোঃ আরিফ বিল্লাহ]