আখবারে এসলামীয়া

আখবারে এসলামীয়া  টাঙ্গাইল থেকে প্রকাশিত একটি মাসিকপত্র। টাঙ্গাইলের চারান গ্রামের মৌলবি মোহাম্মদ নইমুদ্দীনের সম্পাদনায় ১২৯১ বঙ্গাব্দের বৈশাখ মাসে (এপ্রিল ১৮৮৪) আখবারে এসলামীয়া  প্রথম প্রকাশিত হয়। করটিয়ার জমিদার মাহমুদ আলী খান পন্নী পত্রিকাটি প্রকাশে আর্থিক সাহায্যসহ পৃষ্ঠপোষকতা করেন। পত্রিকাটি প্রথম দশ বছর নিয়মিত প্রকাশের পর প্রায় দু বছর বন্ধ থাকে। পরে ১৮৯৬ সালের এপ্রিল মাসে নবপর্যায়ে এর প্রকাশ শুরু হলেও অল্পকাল পরে শেষবারের মতো পত্রিকাটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।

নবপর্যায়ে প্রকাশিত হওয়ার সময় পত্রিকার নামের নিচে লেখা হতো: ‘উপদেশ, ধর্মশালা, মুসলমানের পুরাবৃত্ত, প্রেরিত পত্র, বিবিধ সংবাদ প্রভৃতি সম্মিলিত মাসিক পত্রিকা’। ইসলামী ধর্মতত্ত্ব, মহাপুরুষদের জীবনী, মুসলিম ঐতিহ্য এবং সমকালীন সামাজিক ও ধর্মীয় বিষয় গুরুত্বের সঙ্গে এতে প্রকাশিত হয়েছে। শরা-শরিয়ত সংক্রান্ত রচনা ছিল পত্রিকার মুখ্য বিষয়। হানাফি-আহলে হাদীস ও গোবধ-গোরক্ষা বিষয়ে টাঙ্গাইলের আরেকটি পত্রিকা আহমদীর সঙ্গে এ পত্রিকার দীর্ঘকালের বিতর্ক ছিল। মৌলবি নইমুদ্দীন স্বয়ং ইসলাম ধর্মে পন্ডিত ছিলেন। গোবধ-গোরক্ষা সম্পর্কে তিনি মীর মশাররফ হোসেন এর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এ নিয়ে আদালতে মামলা হয়েছিল। [ওয়াকিল আহমদ]