অ্যান্টিকুইটিজ অব ঢাকা

অ্যান্টিকুইটিজ অব ঢাকা  ঢাকার ইতিহাস চর্চার জন্য চার্লস ডয়লীর ‘অ্যান্টিকুইটিজ অব ঢাকা’ গুরুত্বপূর্ণ। মূলত এটি ঢাকা বিষয়ক ছবির ফোলিয়ো। কিন্তু এতে আছে ঢাকার ইতিহাস সম্পর্কিত একটি নাতিদীর্ঘ বিবরণ। এ কারণে, অ্যান্টিকুইটিজকে (Antiquities of Dacca) অনেকে বই হিসেবেও উল্লেখ করেন।

১৮০৮ থেকে ১৮১১ পর্যন্ত ডয়লি ছিলেন ঢাকার কালেক্টর। ঢাকায় অবস্থানকালে তিনি বেশকিছু ড্রইং করেন এবং তা ফোলিয়ো আকারে প্রকাশের সিদ্ধান্ত নেন। এক হিসেবে ‘অ্যান্টিকুইটিজ’ চারজনের পরিশ্রমের ফল। মূল ছবি ডয়লীর। ঢাকা বিষয়ক বিবরণ জেমস অ্যাটকিনসনের ও ভিগনেট চিনারির, আর এনগ্রেভার ল্যান্ডসিয়ার।

প্রথম ফোলিয়োটি প্রকাশিত হয় ১৮১৪ সালে, পরবর্তীগুলি ১৮১৭, ১৮২৬ ও ১৮২৭ সালে। প্রসপেক্টাসে যদিও উল্লেখ করা হয়েছিল ছয়টি ফোলিয়ো প্রকাশিত হবে কিন্তু, এখন পর্যন্ত উপর্যুক্ত চারটি ফোলিয়োরই সন্ধান পাওয়া গেছে। হয়ত, প্রস্তাবিত বাকি দুটি ফোলিয়ো প্রকাশিত হয় নি।

প্রতিটি ফোলিয়ো নিম্নোক্তভাবে প্রকাশিত হয়েছিল:

প্রথম ফোলিয়ো: Mosque on the Booragunga Branch of the Ganges; Part of the City of Dacca; The mosque of Syuff Khan; Remain of a bridge near the Tantee Bazar. প্রতিটির সঙ্গে পরিচিতিমূলক বিবরণ যুক্ত হয়েছে।

দ্বিতীয় ফোলিয়ো: শুরু হয়েছে ‘Some account of the city of Dacca’ দিয়ে। বিবরণের সঙ্গে আলাদাভাবে আছে চারটি ছবি- Small Kutra; Paugla Pool; The Fort and the North Gateway; Bastion of the Lalbagh.

তৃতীয় ফোলিয়ো: পৃষ্ঠা ৭ থেকে বর্ণনা শুরু হয়ে ১৩ পৃষ্ঠায় শেষ হয়েছে, এনগ্রেভিং আছে- Paugla Pool, from the river; চিনারির অাঁকা Modern Habitations; Ruins of Tungy Bridge; Facsimile of an Inscription in the Great Kuttra; Mosque in the Suburbs of Dacca .

চতুর্থ ফোলিয়ো: প্রথমে The Great Kuttra, তারপর পৃষ্ঠা ১৫ থেকে বর্ণনা শুরু, পৃষ্ঠা ২৯ পর্যন্ত। Part of Dacca from the Doullay Nulla; Mosque on the Mug-Bazar; চিনারির অাঁকা Muslin Manufacturer ; The Chouk।  [মুনতাসীর মামুন]