অর্কিড

বিভিন্ন প্রজাতির অর্কিড

অর্কিড (Orchid)  Orchidaceae গোত্রের যে কোনো ফুল। এদের গণ ও প্রজাতি সংখ্যা যথাক্রমে প্রায় ৭০০ ও ২০,০০০ এবং শীতলতম অঞ্চল ছাড়া গোটা বিশ্বে বিস্তৃত, আর্দ্র-ক্রান্তীয় এলাকায়ই অধিক। অর্কিড বহুবর্ষজীবী ঔষধি, পরাশ্রয়ী বা ভূমিজ, কখনও শিলা-উদ্ভিদ (lithophyte) বা মৃতজীবী (saprophyte); পরাশ্রয়ী সদস্যরা প্রধানত ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলের এবং ভূমিজ প্রজাতিগুলি নাতিশীতোষ্ণ অঞ্চলের বাসিন্দা। বর্ণাঢ্য পুষ্পপুটসহ বাঁকানো গড়ন অর্কিড ফুলের আকর্ষণীয় বৈশিষ্ট্য। প্রত্যেকটি গাছে কয়েকটি মাত্র ফল ফললেও অতিসূক্ষ্ম বীজের সংখ্যা অগণিত, ফলপ্রতি কয়েক হাজার থেকে কয়েক লক্ষ।

বাংলাদেশের প্রায় ২০০ প্রজাতির অর্কিডের বেশির ভাগই Dendrobium, Bulbophyllum, Eulophia, Aeredis, Luisa ও Vanda গণের অন্তর্ভুক্ত। সারা বছর কিছু কিছু অর্কিডে ফুল ফুটলেও জানুয়ারি-জুন হলো ফুল ফোটার সময় এবং সর্বাধিক মার্চ-এপ্রিলে। ব্যবসায়িক দিক থেকে লাভজনক হিসেবে বিবেচ্য অর্কিড প্রজাতিগুলির মধ্যে রয়েছে Dendrobium formosum, D. fimbriatum, D. primulinum, D. crepidatum, D. aphyllum, D. parishi, Vanda teres, Rhyncostylis retusa, Aeredis odoratum, Phlaenopsis cornu-cervi এবং Camarotis purpurea

কিছুসংখ্যক ব্যবসায়ী বিদেশি অর্কিডের সঙ্গে দেশি অর্কিড সংগ্রহ ও বিপণনে আগ্রহ দেখাচ্ছে। অর্কিডের স্বাভাবিক বাসস্থানের গাছপালার অবাধ ধ্বংস ও অতিমাত্রায় অর্কিড সংগ্রহের জন্য কিছু পরাশ্রয়ী অর্কিড ইতোমধ্যে বিপন্ন হয়ে পড়েছে। বিপন্নদের মধ্যে আছে Diploprora championii, Aeredis sauvissianum, Bulbophyllum neilgherensis, Phaelonopsis conu-cervi, Kingidium taenialis। বাংলাদেশের স্থানীয় অর্কিডের জার্মপ্লাজমের বৃহত্তম সংগ্রহ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের অর্কিডশালায়।  [মোস্তফা কামাল পাশা]

আরও দেখুন পরাশ্রয়ী উদ্ভিদ; ফুলচাষ