হ্যারিয়ার

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২৩:১৯, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
হ্যারিয়ার

হ্যারিয়ার (Harrier)  Ciconiiformes বর্গের Accipitridae গোত্রের কয়েক প্রজাতির শিকারী পাখি। এদের ডানা লম্বা, ঠোঁটখাটো এবং পালক নরম। বিশ্বে হ্যারিয়ার আছে প্রায় ১৩ প্রজাতির, বাংলাদেশে ৫, সবগুলিই পরিযায়ী। এদের সকলেরই লেজের পালক লম্বা, ডানা ছড়ানো আর মুখের পালক গোলভাবে সাজানো। গ্রামাঞ্চলে খোলা জায়গায়, বিশেষত জলাভূমির উপর নিচু হয়ে ওড়ে এবং কীটপতঙ্গ, উভচর, ছোট সরীসৃপ, পাখি বা স্তন্যপায়ীকে ছোঁ মেরে ধরে। একটি পুরুষ হ্যারিয়ারের ৬টি পর্যন্ত সঙ্গিনী থাকতে পারে। প্রজনন মরসুম ছাড়া অনেক প্রজাতিই দলে বাস করে এবং অনেকগুলি একসঙ্গে মাটিতে ঘুমায়। বাসা বাঁধে জলাভূমির ঝোপঝাড় বা নলখাগড়ার বনে। সাদা বা নীলচে ৪-৬টি ডিম পাড়ে। সাধারণত স্ত্রী পাখি আকারে বড় ও ভিন্ন রঙের।

বাংলাদেশের হ্যারিয়ার প্রজাতিগুলি হলো: বৃহত্তম হ্যারিয়ার (Eurasian Marsh Harrier/Marsh Harrier, Circus aeruginosus): পাখা অধিক গোলাকার ও চওড়া। পুরুষ পাখি গাঢ়-বাদামি; মাথা, গলা ও বুক পিঙ্গল; নিচের দিক গাঢ়-পিঙ্গল। ডানায় কোন সাদা দাগ নেই। ডানা ও লেজ রুপালি ধূসর। স্ত্রী পাখি খয়েরি-ধূসর; মাথায় হালকা হলুদ টোপর এবং ডানার গোড়ায় ঘাড়ের কাছে হালকা হলুদ। Pallid Harrier/Pale Harrier (Circus macrourus): পুরুষ পাখি হালকা ধূসর এবং সরু, লম্বা, চোখা ডানার আগা কালো যা ওড়ার সময় চোখে পড়ে। লম্বা, সাদা লেজ, তাতে ধূসর রঙের ডোরা। স্ত্রী পাখিতে বাদামির সঙ্গে হালকা হলুদ মিশানো; পেঁচার মতো গোলগাল মাথা। সাধারণত ফসলের মাঠ ও ঘাসজমির উপর শূন্যে ওঠা-নামা করতে থাকে।

Hen-Harrier (Circus cyaneus): পুরুষ পাখি দেখতে Pale Harrier এর মতো, কিন্তু পিঠ আরও বেশি ধূসর যা ছড়িয়ে আছে চিবুক, গলা ও বুকের উপর অবধি। স্ত্রী পাখির পিঠ গাঢ়-বাদামি, বুকে বাদামি দাগ ছিটানো। বাচ্চাদের বুকের দিক পিঙ্গল-হলুদ, তাতে গাঢ়-বাদামি ডোরা। Pied Harrier (Circus melanoleucos): পুরুষ পাখির গড়ন লম্বাটে, লম্বা ডানায় সাদা ও কালো পালক। পাখিকে কালোর চেয়ে বেশি সাদা দেখায়। ডানা সাদা, আগা কালো। স্ত্রী পাখির পিঠের দিক গাঢ়-বাদামি, পেছন সাদাটে। অঙ্কীয়ভাগ পিঙ্গল। Montagu‘s Harrier (Circus pygargus): পুরুষ পাখি Pale Harrier-এর মতো দেখায়, তবে আরও গাঢ়-ধূসর ও তাতে বাদামি ছিটা। গলা ধূসর, বুক নিচের দিকে সাদা, তাতে বাদামি ডোরা। ডানায় একটি সরু ও কালো রেখা খুব স্পষ্ট। স্ত্রী পাখি Pale Harrier-এর মতো দেখায়।  [মোঃ আনোয়ারুল ইসলাম]