হালিম, আবদুল

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২৩:১৭, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
আবদুল হালিম

হালিম, আবদুল (১৯০৫-১৯৭২)  ঐতিহাসিক ও সঙ্গীতজ্ঞ। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গাজীপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন মৌলবি আবদুল বারী এবং মাতা বদরুননেসা বেগম। তাঁর পিতা ও পিতামহ উভয়ই ফারসি ভাষার খ্যাতিমান পন্ডিত এবং ঢাকায় ওই ভাষার শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন।

আবদুল হালিম ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ১৯২১ সালে ম্যাট্রিক পাস করেন এবং ১৯২৩ সালে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আই.এ পরীক্ষায় উত্তীর্ণ হন।  ঢাকা বিশ্ববিদ্যালয়  থেকে ইতিহাসে সম্মান (১৯২৬) এবং এম.এ (১৯২৭) পাস করে আবদুল হালিম ১৯২৮ সালে একই বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। পরে তিনি ১৯৩০ সালে আলীগড় বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। ১৯৩৮ সালে স্যার  যদুনাথ সরকারএর তত্ত্বাবধানে তিনি পি-এইচ.ডি. করেন। অভিসন্দর্ভের বিষয় ছিল ‘History of Lodi Sultans of Delhi and Agra’। ভারত বিভাগের পর আবদুল হালিম ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। আবদুল হালিম একজন মধ্যযুগ বিষয়ক ইতিহাসবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ১৯৬১ সালে প্রকাশিত History of Lodi Sultans of Delhi and Agra নামক তাঁর গ্রন্থটি মধ্যযুগের প্রাথমিক ইতিহাসের তথ্যাদির জন্য অপরিহার্য সূত্র। উচ্চাঙ্গ সঙ্গীতের ক্ষেত্রেও হালিম ছিলেন একজন স্বীকৃত পন্ডিত। সঙ্গীতের ইতিহাসে তাঁর Short History of Indo-Pak Music একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান।  [রতন লাল চক্রবর্তী]