হাফলং ঘাত

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২৩:১৭, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

হাফলং ঘাত (Haflong Thrust)  স্কুফেন বলয়ের (schuppen belt) ঘাতসমূহের মধ্যে সবচেয়ে স্থির ঘাত। হাফলং ঘাতের ৪০০ কিমি দৈর্ঘ্য বরাবর প্রবীণ টারশিয়ারি শিলাসমূহ উত্তর-পশ্চিমদিকে অপেক্ষাকৃত নবীন শিলাসমূহের উপরে উঠে গেছে। এটি নির্দেশ করে যে, নিচের শিলা স্তূপসমূহ (down thrown block) উত্তরপশ্চিমদিকে নাগা-ডিসাং অতি ঘাত (overthrust) এলাকার নাগা পাহাড় ছাড়াও আপার আসাম সমভূমির চারদিকের কিছুসংখ্যক দীর্ঘ পাহাড়শ্রেণী এবং উত্তরের কাঁকর পাহাড়ের একটি বড় অংশ অন্তর্ভুক্ত করে। স্কুফেন বলয়ে আটটি পৃথক অতিঘাতপূর্ণ বিস্তীর্ণ অঞ্চল দেখা যায়। সমভূমির নিকটে ঘাতপূর্ণ প্রকটিত বিস্তীর্ণ অঞ্চল টিপাম শিলাস্তর দ্বারা গঠিত, কিন্তু উচ্চে অবস্থিত প্রকটিত ঘাতপূর্ণ বিস্তীর্ণ অঞ্চল বড়াইল শিলাদল দ্বারা গঠিত।  [আ.স.ম উবাইদউল­াহ]

আরও দেখুন হাফলং চ্যুতি