হলদে পাখি

Mukbil (আলোচনা | অবদান) কর্তৃক ০৪:৩০, ২৯ মার্চ ২০১৫ তারিখে সংশোধিত সংস্করণ
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
হলদে পাখি

হলদে পাখি (Oriole)  Passeriformes বর্গের Corvidae গোত্রের মজবুত ও ছুঁচালো ঠোঁটবিশিষ্ট মাঝারি আকারের বৃক্ষবাসী পাখি। এদের ডাক জোরালো এবং এরা বৃক্ষের উঁচু এলাকায় বাস করতে পছন্দ করে। সারা পৃথিবীতে প্রায় ৩০ প্রজাতির হলদে পাখি রয়েছে, বাংলাদেশে আছে দুটি প্রজাতি। Eurasian Golden Oriole, Oriolus oriolus স্থানীয়ভাবে ‘বেনে বৌ’ নামে পরিচিত। ডানা ও পুচ্ছে কালো রঙসহ দেহের বাকি অংশ সোনালি হলুদ রঙের। চোখে স্পষ্ট কালো রেখা দেখা যায়। স্ত্রী পাখি পুরুষের তুলনায় অপেক্ষাকৃত ফ্যাকাসে ও অধিক সবুজ রঙের।

এটি কর্কশ স্বরে ‘চীয়া’ বোলে ডাকে এবং ‘পীলোলো’ শব্দে শিস দেয়। কীটপতঙ্গ, ফল ও ফুলের নির্যাস আহার করে। এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে বাসা বাঁধে। ২-৩টি ডিম পাড়ে। বাসার সব কাজে স্ত্রী-পুরুষ উভয়ে অংশ নেয়। দেশের উত্তর অঞ্চলে বিস্তৃত; Black–hooded Oriole, Oriolus xanthornus হলদে পাখি নামে পরিচিত। মাথা, গলা ও ঊর্ধ্ব-বক্ষ, ডানা ও পুচ্ছে কালো রংসহ দেহের অবশিষ্ট অংশ উজ্জ্বল সোনালি হলুদ রঙের। ঠোঁট গোলাপি ও চোখ গাঢ় লাল। স্ত্রী ও পুরুষ পাখি দেখতে একই রকম, তবে স্ত্রীর মাথার কালো রং অপেক্ষাকৃত ফ্যাকাসে। এই পাখি কর্কশ স্বরে ‘কোয়াক’ বোল তুলে ডাকে। প্রজননকাল এপ্রিল-জুলাই। [মোঃ আনোয়ারুল ইসলাম]