সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গ্রিন হ্যারাল্ড ইন্টান্যাশনাল স্কুল

Mukbil (আলোচনা | অবদান) কর্তৃক ১০:২৩, ২৩ মার্চ ২০১৫ তারিখে সংশোধিত সংস্করণ
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গ্রিন হ্যারাল্ড ইন্টান্যাশনাল স্কুল  একটি প্রাইভেট ইংরেজি মাধ্যম স্কুল। বর্তমানে মোহাম্মদপুরে সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক স্কুলের পার্শ্বে অবস্থিত। এটি ক্যাথলিক আর্কডিওসেস এর মাধ্যমে পরিচালিত হয়। যদিও এটি ক্যাথলিক স্কুল, এর বেশিরভাগ ছাত্রছাত্রী মুসলিম। স্কুলটি ১৯১২ সালে লেডি অব ক্রিশ্চিয়ান মিশন-এর এক ধর্মসভা কর্তৃক লক্ষমীবাজারে প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীনতার পর এটি স্থানান্তরিত হয় এবং সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট কর্তৃক নিবন্ধনকৃত ধর্মসভা কর্তৃক মালিকানাভুক্ত ও পরিচালিত হতে থাকে। এটি ঢাকার অন্যতম ইংরেজি মাধ্যম বিদ্যালয় এবং বর্তমানে এটি ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। স্কুলটি মানবিক, বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগে পাঠদান করে থাকে। পাঠদানের পাশাপাশি এখানে বিতর্ক ক্লাব, বিজ্ঞান মেলা, আর্ট প্রতিযোগিতা হয়। এছাড়া এই স্কুলের বাস্কেট বল, ফুটবল এবং ভলিবল টিম আছে। বতর্মানে এই স্কুলটি ইউনিভার্সিটি অব ক্যাম্রি^জ ইন্টারন্যাশনাল-এর ও-লেভেল এবং এ-লেভেল কর্মসূচির আওতাভুক্ত। উক্ত কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা পাঠগ্রহণ ও পরীক্ষায় অংশগ্রহণ করে। ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের লোকাল এক্সিমিনিশনস সিন্ডিকেট এই স্কুলের সিলেবাস ও প্রশ্নপত্র তৈরি এবং পরীক্ষার খাতা মূল্যায়ন করে। এই স্কুলের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে বাংলা ও ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পঞ্চম গ্রেড থেকে এই স্কুলের ছাত্রছাত্রীদের ফ্রেঞ্চ ভাষা শিক্ষা বাধ্যতামূলক। শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৪০% ছাত্রী।

এই স্কুলের শিক্ষার্থী যারা কর্মজীবনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তাঁদের মধ্যে আছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সাবেক মহাপরিচালক আইরিন খান এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা গীতিয়ারা সোফিয়া।  [মো. আশিক ইকবাল]