সিলেট বিভাগ

সিলেট বিভাগ  আয়তন: ১২,২৯৮.৪ বর্গ কিমি। অবস্থান: ২৩°৫৮´ থেকে ২৫°১২´ উত্তর অক্ষাংশ এবং ৯০°৫৬´ থেকে ৯২°৩০´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে ভারতের আসাম রাজ্য, পশ্চিমে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা।

জনসংখ্যা ৮১০৭৭৬৬; পুরুষ ৫০.৬৭%, মহিলা ৪৯.৩৩%। মুসলিম ৮১%, হিন্দু ১৭.৮০%, বৌদ্ধ ০.০২%, খ্রিস্টান ০.০৬% এবং অন্যান্য ১.১২%।

জলাশয় প্রধান নদী: সুরমা, কুশিয়ারা, খোয়াই ও মনু।

প্রশাসন  সিলেট বিভাগ গঠিত হয় ১ আগস্ট ১৯৯৫ সালে। ২০০২ সালে ২৭টি ওয়ার্ড নিয়ে সিলেট সিটি কর্পোরেশন গঠিত হয়।

বিভাগ
আয়তন (বর্গ কিমি) সিটিকর্পোরেশন জেলা উপজেলা পৌরসভা ওয়ার্ড ইউনিয়ন জনসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
শহর গ্রাম
১২,২৯৮.৪ ৩৮ ১৯ ৩৩৪ ১৭১ ৯৯২৫৩৮ ৭১১৫২২৮ ৬৪৩.২৫ ৪০.০৯
অন্যান্য তথ্য
জেলা নাম আয়তন (বর্গ কিমি) উপজেলা পৌরসভা ওয়ার্ড মহল্লা ইউনিয়ন মৌজা গ্রাম জনসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
মৌলভীবাজার ৫৮ ২৬০১.৮৪ ৪৫ ১২২ ৬৭ ৯১৭ ২১৩৪ ১৭৮০৭৯৭ ৬২৫ ৪২.৬৬
হবিগঞ্জ ৩৬ ২৫৩৬.৫৮ ৫৪ ১২৪ ৭৭ ১২৮৯ ২০৭৬ ১৭৫৭৬৬৫ ৬৬৭ ৩৭.৭২
সিলেট ৯১ ৩৪৯০.৪০ ১২ ৩৬ ১৭০ ১০৮ ১৬৯৩ ৩২২৫ ২৫৫৫৫৬৬ ৭৩২ ৪৫.৫৯
সুনামগঞ্জ ৯০ ৩৬৬৯.৫৮ ১১ ৩৬ ১৩৮ ৮২ ১৬৮৮ ২৭৮২ ২০১৩৭৩৮ ৫৪৯ ৩৪.৪

সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

ধর্মীয় প্রতিষ্ঠান  মসজিদ ৭৫২৪, মন্দির ১০৭০, গির্জা ৬৫, তীর্থস্থান ২, প্যাগোডা ৯, মাযার ৫০।

শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৪০.০৯%; পুরুষ ৪৩.৭২%, মহিলা ৩৬.০৪%। বিশ্ববিদ্যালয় ৬, চিকিৎসা মহাবিদ্যালয় ৪, পলিটেকনিক ইনস্টিটিউট ৫, টিচার্স ট্রেনিং কলেজ ৫, কলেজ ১২৯, আইন কলেজ ২, সংস্কৃত কলেজ ১, ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ২, মাধ্যমিক বিদ্যালয় ৭৮০, প্রাথমিক বিদ্যালয় ৫৭২৬, কমিউনিটি স্কুল ৮৮, সঙ্গীত বিদ্যালয় ৮, স্যাটেলাইট স্কুল ২০৮, মাদ্রাসা ৫২২। উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লিডিং ইউনিভার্সিটি, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, এম.সি কলেজ, মৌলভীবাজার সরকারি কলেজ (১৯৫৬), শ্রীমঙ্গল সরকারী কলেজ, হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ (১৯৪৪), সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় (১৮৯৫), কাশীনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় (১৯১৭), আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়, বি টি আর আই হাইস্কুল এন্ড কলেজ, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় (১৮৮৭)।

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৫১.৩৪%, অকৃষি শ্রমিক ৮.৫২%, শিল্প ১.৫৬%, ব্যবসা ১১.৮২%, পরিবহণ ও যোগাযোগ ২.১৩%, নির্মাণ ১.৪১%, ধর্মীয় সেবা ০.৪৩%, চাকরি ৫.৬৭%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ৫.১৬% এবং অন্যান্য ১১.৯৬%।

স্বাস্থ্যকেন্দ্র হাসপাতাল ও ক্লিনিক ৬২, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩৬, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র ৮৬, সংক্রামক ব্যাধি হাসপাতাল ৩, মাতৃমঙ্গল ও শিশু কল্যাণ কেন্দ্র ৬, মিশন হাসপাতাল ৪, পরিবার কল্যাণ কেন্দ্র ৪২, উপস্বাস্থ্য কেন্দ্র ৩৮, পশু হাসপাতাল ১২।  [সাজাহান মিয়া]

তথ্যসূত্র   আদমশুমারী রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, মাঠ পর্যায়ের তথ্য; সিলেট বিভাগের জেলা ও উপজেলা সমূহের সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন ২০০৭।