সমাদ্দার, সুখরঞ্জন

Mukbil (আলোচনা | অবদান) কর্তৃক ০৫:৫২, ১৯ মার্চ ২০১৫ তারিখে সংশোধিত সংস্করণ
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
সুখরঞ্জন সমাদ্দার

সমাদ্দার, সুখরঞ্জন (১৯৩৮-১৯৭১)  শিক্ষাবিদ, শহীদ বুদ্ধিজীবী। বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামে ১৯৩৮ সালের ১৫ জানুয়ারি তাঁর জন্ম। পিতা কার্তিক চন্দ্র সমাদ্দার। তিনি স্থানীয় বাইশহারী স্কুল থেকে ১৯৫২ সালে ম্যাট্রিক এবং বরিশাল বি এম কলেজ থেকে ১৯৫৪ সালে আই এ পাস করেন।

তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৭ সালে সংস্কৃতে বি.এ (সম্মান) ডিগ্রি লাভ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতে এম.এ পাস করেন। ১৯৫৮ সালে তিনি গোপালগঞ্জ কলেজে অধ্যাপনা শুরু করেন। ১৯৫৯ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে প্রভাষক নিযুক্ত হন। সুখরঞ্জন সমাদ্দার ছিলেন মুক্তবুদ্ধি ও অসাম্প্রদায়িক চিন্তাধারার অধিকারী। নজরুল গীতি ও রবীন্দ্র সঙ্গীত শিল্পী হিসেবে তাঁর খ্যাতি ছিল।

১৯৭১ সালের ১৪ এপ্রিল পাকবাহিনীর সদস্যরা তাঁকে তাঁর বাসভবন থেকে একটি জীপে তুলে নিয়ে যায়। এরপর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায় নি।  [মোহাম্মদ ফায়েকউজ্জামান]