শিলং মাসিফ

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২৩:০২, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

শিলং মাসিফ  শিলং মালভূমির প্রকটিত ভিত্তিশিলাস্তর অংশ। এর একটি বড় অংশ আরকিয়ান নিস ও গোলাপি মোটা গ্রানাইট শিলা দ্বারা গঠিত। মালভূমিটির উত্তরে নিস ও গ্রানাইট শিলাসমূহ প্রকটিত, কিন্তু দক্ষিণে ক্রিটেসিয়াস (১৪ কোটি ৪০ লক্ষ-৬ কোটি ৬০ লক্ষ বছর পূর্বে), টারশিয়ারি (৬ কোটি ৬০ লক্ষ-২০ লক্ষ বছর পূর্বে) এবং মেসোজোয়িক (২৪ কোটি ৫০ লক্ষ-৬ কোটি ৬০ লক্ষ বছর পূর্বে)  ট্রাপওয়াশ অবক্ষেপসমূহের অভ্যন্তরে নিস ও গ্রানাইট শিলাসমূহ লুক্কায়িত আছে। হালকা ছাই বর্ণের প্রবীণ নিসসমূহ সাধারণত মিহি এবং স্পষ্টভাবে বন্ধনীযুক্ত। এগুলি মূলত ফেল্ডসপার, কোয়ার্জ ও বায়োটাইট মণিক দ্বারা গঠিত। মিলিম (mylliem) গ্রানাইট ৫০ বর্গ কিমির অধিক এলাকা নিয়ে প্রকটিত।

শিলং-এর দক্ষিণ ও পূর্বাঞ্চলের একটা বড় এলাকা শিলং সিরিজের শিলাসমূহ, যেমন- কোয়ার্টজাইট, ফলকাকার (foliated) মাইকা সিস্ট, হর্নবে­ন্ড সিস্ট, গ্রানুলাইট, এ্যামফিবোলাইট এবং বন্ধনীযুক্ত হেমাটাইট কোয়ার্টজাইট শিলা দ্বারা গঠিত। শিলং সিরিজকে বান্দেলখান্দের বিজাওয়ার সিরিজ এবং ছোট নাগপুরের আয়রন আকরিক সিরিজের সাথে তুলনা করা যেতে পারে। শিলং মাসিফের অন্যান্য আরকিয়ান শিলাসমূহ হলো শংকর (hybrid) নিস, ইপিডায়োরাইটস এবং সিলিমেনাইট শিলাসমূহ।  [ইউনুস আকন]