শিবসা নদী

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২৩:০২, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

শিবসা নদী  সুন্দরবনের অন্যতম প্রধান নদী। মংলা-তে পসুর নদী দুটি শাখায় বিভক্ত হয়ে পশ্চিম শাখাটি শিবসা নামে সুন্দরবনের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে মোহনার কাছে কুঙ্গা নাম ধারণ করে বঙ্গোপাসাগরে পড়েছে। শিবসা-কুঙ্গার তীরে হিরণ পয়েন্ট অবস্থিত। দৈর্ঘ্য প্রায় ১০০ কিমি। উৎপত্তির পর প্রায় ২৭ কিমি পাইকগাছা উপজেলার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে অবশিষ্ট পথ পাইকগাছা এবং দাকোপ উপজেলার সাধারণ সীমা নির্ধারণ করে প্রবাহিত হয়েছে। শিবসা সুন্দরবনের অভ্যন্তরে পসুর নদীর সঙ্গে মিলিত হয়েছে। শিবসার চলার পথে বাড়ুলিয়া, হাড়িয়া, বুনাখালী, গড়খালী, মৈনস, তাকী, বেষেখালী, বাদুরগাছা, ভেলতি, করুয়া গাংরাইল, হড্ডা, নালী জল­া এবং আরও কতিপয় ক্ষুদ্র ক্ষুদ্র নদী ও খাল বিভিন্ন দিক থেকে এসে শিবসাকে জোরদার করেছে। নদীটি নিয়মিত জোয়ার-ভাটা দ্বারা প্রভাবিত। পূর্ণ বর্ষার কয়েক মাস ব্যতীত নদীর পানি সারা বছরই লবণাক্ত থাকে।  [মোঃ মাহবুব মোর্শেদ]